Pre-Paid Taxi New Rule in Airport: লম্বা লাইনের ঝক্কি শেষ, কলকাতা বিমানবন্দরে মিসড কল দিলেই আসবে প্রিপেড ট্যাক্সি
কলকাতা বিমানবন্দর t (Photo Credits: Twitter|@aaikolairport)

কলকাতা, ৩ নভেম্বর: কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) চত্ত্বরে প্রিপেড ট্যাক্সি (Pre Paid Taxi) পেতে এবার কমল ঝক্কি। প্রিপেড ট্যাক্সি পেতে আর দিতে হবে না লম্বা লাইন। করোনাকালে লাইন সমস্যা মেটাতে নতুন ব্যবস্থা আনা হয়েছে। এবার নির্দিষ্ট নম্বরে মিসড কল দিলেই হবে। টোকেন নম্বর এবং টাইম স্লট চলে আসবে গ্রাহকের মোবাইল ফোনে। নির্দিষ্ট সময়ে প্রিপেড বুথে গিয়ে টোকেন নম্বর দেখালেই পাওয়া যাবে ট্যাক্সি।

শনিবার থেকে এই ব্যবস্থা চালু করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। বিমানবন্দরের সামনে প্রিপেড ট্যাক্সির জন্য লম্বা লাইনে দাঁড়াতে হয়, যা একেবারেই নতুন নয়। তবে করোনাকালে এই ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পারে। ঝুঁকি কাটাতে এই নতুন পরিষেবা নিয়ে আসল বিধাননগর পুলিশ কমিশনারেট। এরফলে আর লাইনে দাঁড়াতে হচ্ছে না যাত্রীদের।

আরও পড়ুন, গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোট দিন, বিহারে দ্বিতীয় দফার নির্বাচনে দেশবাসীকে আহ্বান নমোর

৭৪৩৯৭৫৯৮৫৫ এই নম্বরে মোবাইল ফোন থেকে মিসড কল দিলে আসবে একটি টোকেন নম্বর এবং টাইম স্লট। মিসড কল দেওয়ার সঙ্গে সঙ্গেই আসবে টোকেন নম্বর ও টাইম স্লট। যারফলে নির্দিষ্ট সময়ে ট্যাক্সি এসে হাজির হবে। করোনাকালে লম্বা লাইনের ঝুঁকি কমাতে এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে যাত্রীরা।