Paytm UPI Lite: লাগছে না পিন, ব্যবহার সহজ, কীভাবে চালু করবেন পেটিএমের লাইট ওয়ালেট পেমেন্ট
Paytm (Photo Credit: Pixabay)

নানা কারণে বেশ কোণঠাসা পেটিএম এবার ঘুরে দাঁড়াতে চমকপ্রদ ফিচার আনল। পেটিএম তাদের লাইট ভার্সান অ্যাপ আনল সেই লাইট ভার্সান পিটিএম পেমেন্ট অ্যাপের মাধ্যমে মিলবে নানা সুবিধা। ৫০০ টাকা পর্যন্ত লেনদেনে আর লাগবে না পিন নম্বর বা পাসওয়ার্ড। পাশাপাশি দিনে দু বার ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা ওয়ালেটে অ্যাড করা যাবে। পার্কিং ফি থেকে মুদির দোকানের মত ছোট অঙ্কের লেনদেনের জন্য এই সুবিধা কাজের হবে বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি ওলা-উবার-এর মত পিটিএমও অটো, বাইক, ক্যাব বুকিং পরিষেবা চালু করতে চলেছে। আপাতত ভারতরে তিনটি শহর-দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই-য়ের মানুষ পেটিএম থেকে অটো-ক্যাব বুক করতে পারবেন।

কীভাবে পেটিএম অ্যাপে ইউপিআই লাইট পেমেন্ট চালু করবেন:

পেটিএম অ্যাপে যান। সেখানে দিয়ে 'ইউপিআই লাইট অ্যাক্টিভিট ('UPI Lite Activate') অপশনটি সিলেক্ট করুন।

এবার বেছে নিন আপনার কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ইউপিআই লাইট চালু করতে চান।

কত টাকা পেমেন্ট বা প্রদান করতে চান সেটা এন্টার কুরন

এরপর আপনারক ইউপিআই লাইট অ্যাকাউন্টে MPIN তৈরি করুন

ইউপিআই লাইট অ্যাকাউন্ট সেটআপ করা খুবই সহজ, ওয়ান-ট্যাপ পেমেন্টস

এরপর যে কোনও কিউআর কোড স্ক্যান করলেই বা মোবাইল নম্বর এন্টার করে কিংবা আপনার কনটাক্ট লিস্ট থেকে বেছে নিয়ে পেমেন্ট করতে পারবেন।