
Apple Store: অ্যাপেলের চোখ ভারতে। চিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি থেকে বাঁচতে ভারতে আই ফোনের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অ্যাপেল সিইও টিম কুক। তবে ভারতে শুধু প্রোডাকশন বাড়ানো নয়, প্রোডাক্ট বিক্রি বাডা়নোর দিকেও জোর দিচ্ছে অ্যাপেল। দিল্লি ও মুম্বইয়ের পর এবার দেশের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত বেঙ্গালুরুতে অফিসিয়াল স্টোর খোলার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপেল। সব ঠিক থাকলে চলতি বছর অগাস্টে বেঙ্গালুরুর হেব্বালে ফিনিক্স মল (Phoenix Mall )-এ খুলছে দেশের তৃতীয় অফিসিয়াল অ্যাপেল স্টোর। মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি অ্যাপেলকে হুমকি দিয়েছিলেন, ভারতে আই ফোনের প্রোডাকশন করলে মোটা শুল্ক দিতে হবে।
বেঙ্গালুরুর মলের প্রথম তলায় ৮ হাজার স্কোয়ার ফুট জায়গা জুড়ে হবে অ্যাপেল স্টোর
বাগিচার শহরের ঝাঁ চকচকে এই মলের প্রথম তলায় ৮ হাজার স্কোয়ার ফুট জায়গা জুড়ে হবে অ্যাপেল স্টোরটি। শোনা যাচ্ছে বেঙ্গালুরুর ফিনিক্স মল কর্তৃপক্ষের সঙ্গে ১০ বছরের লিসের চুক্তি করছে অ্য়াপেল। প্রথম তিন বছরে সেই অ্যাপেল স্টোর থেকে আসা মুনাফার ২ শতাংশ নেবে শপিং মলটি। পরবর্তী ৭ বছর বেঙ্গালুরুর অ্যাপেল স্টোরের মুনাফার আড়াই শতাংশ নেবে ফিনিক্স মল। দেশের বিভিন্ন রাজ্যে থেকে তথ্য প্রযুক্তি কর্মীরা মোটা বেতনে কাজ করেন বেঙ্গালুরুর তথ্য প্রযুক্তি হাবে। তথ্য-প্রযুক্তি পাশাপাশি আরও বিভিন্ন ক্ষেত্রে বেঙ্গালুরুতে কাজের সুযোগ অনেক। বেঙ্গালুরুতে কর্মরত ও বাসিন্দাদের ক্রয়ক্ষমতা ও দামি পণ্য নিয়ে উতসাহ থাকাটা কাজে লাগাতে চাইছে অ্যাপেল।
এবার বেঙ্গালুরুতে খুলছে অ্যাপেলের স্টোর
়
Apple opening its 3rd store in India in #Bengaluru, Phoenix Mall is the placehttps://t.co/ndX8GK1RmY
— IndiaToday (@IndiaToday) May 30, 2025
এরপর পুণেতেও হওয়ার কথা অ্য়াপেল স্টোরের
২০২৩ সালে দিল্লি ও মুম্বইয়ে একসঙ্গে দেশের দুই বড় শহরে স্টোর খুলেছিল অ্যাপেল। বেঙ্গালুরুর পর পুণেতেও খোলার কথা আছে অ্যাপেলের স্টোরের। প্রসঙ্গত, দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ের এক শপিং মলে ২০ হাজার ৮০০ স্কোয়ার ফুট জায়গা জুড়ে অ্যাপেল স্টোর বেশ রমরমিয়ে চলছে। অন্যদিকে, দেশের রাজধানী দিল্লিতে ৮ হাজার স্কোয়ার ফুট জায়গায় অ্যাপেলের স্টোরে বিক্রিও বেশ ভালই হচ্ছে। গত আর্থিক বছরে (২০২৪-২৫) ভারতে অ্যাপেলের বিভিন্ন প্রোডাক্টের মোট বিক্রি ৮ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৭ হাজার কোটি) ছাড়িয়ে গিয়েছ। এক বছরের মধ্য়ে ভারতে অ্যাপেল প্রোডাক্টের বিক্রি ৩৩ তেকে ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতে অ্যাপেল প্রোডাক্টের মোট বিক্রি ছিল ৬ বিলিয়ন মার্কিন ডলার।