Actor Director Parambrata Chatterjee Shares His New Born Son's Hand Pic (Photo Credits: Instagram)

কলকাতা, ১৫ জুনঃ সদ্য বাবা হয়েছেন অভিনেতা তথা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। তাঁর পিতৃত্ব যাপনের বয়স সবে মাত্র ১৫ দিন। এরই মধ্যে পিতৃত্বের গুরু দায়িত্বের স্বাদ পাচ্ছেন তিনি। আজ ১৫ জুন, আন্তর্জাতিক পিতৃ দিবস (Father's Day 2025) উপলক্ষ্যে ছেলের ছবি শেয়ার করেছেন অভিনেতা। ছোট্ট হাত দিয়ে একরত্তি ছেলে ধরে রয়েছে বাবার আঙুল। মাতৃত্বের পাশাপাশি পিতৃত্বও যে কতটা ত্যাগের নিজের সেই অনুভূতিই এদিন ভাগ করে নিয়েছেন পরম। পিতৃত্বের দায়িত্ব হাতে ধরে শিখিয়ে দেওয়ার জন্যে অভিনেতার বাবা আর নেই। পিতৃ দিবসে বাবাকে স্মরণ করে ছেলের হাত ধরলেন তিনি। তুলে ধরলেন সেই ছবি।

আরও পড়ুনঃ 'বাবা আমার দাদার মত', পিতৃ দিবসে বিরাটের জন্যে চিঠি লিখল একরত্তি মেয়ে ভামিকা, দেখুন

পিতৃ দিবসে ছেলের ছবি সামনে আনলেন পরমঃ

সদ্য বাবা হওয়া পরম লিখলেন, 'একটা কথা প্রায়ই শোনা যায়, 'মা হওয়া কী মুখের কথা!' হ্যাঁ সত্যিই এতে কোনো ভুল নেই। যে পরিমাণ কষ্ট, ত্যাগ, যন্ত্রণা, মানসিক অস্থিরতা, অবসাদ ঘিরে থাকে একজন মাকে তা বর্ণনাতীত। কিন্তু পিতৃত্বকে বটগাছ বৈ অন্য কিছুর সঙ্গে তেমন একটা তুলনা করা হয় না বিশেষ। পিতৃত্বের অনুভূতি, চিন্তা, অস্থিরতা, ত্যাগ কিভাবে এবং কতখানি একজন বাবাকে ঘিরে থাকে তা বিগত ১৫ দিন ধরে প্রতিমুহূর্তে অনুভব করার চেষ্টা করছি। বোঝার চেষ্টা করছি পিতৃত্বের দায়িত্ব। যা নিঃশব্দে কাঁধে তুলে নিয়েছিলেন আমার বাবা। হাতে ধরে শিখিয়ে দেওয়ার জন্য বাবা আজ আর নেই। কিন্তু এই সময়টা তোমার যে বড্ড প্রয়োজন ছিল'। নিজে সদ্য বাবা হলেও পিতৃ দিবসে অভিনেতা তাঁর বাবার অভাব অনুভব করছেন।