
মুম্বই, ১৪ জুনঃ আকস্মিকভাবে মৃত্যু হয়েছে বলিউড অভিনেত্রী করিশমা কাপুরের প্রাক্তন স্বামী তথা শিল্পপতি সঞ্জয় কপূরের (Sunjay Kapur)। ১২ জুন লন্ডনে পোলো খেলছিলেন সঞ্জয়, আচমকাই হৃদরোগ আক্রান্ত হয়ে মারা যান তিনি। চিকিৎসার সুযোগ টুকু দেননি তিনি। তবে সঞ্জয় কপূরের হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার খবরের পাশাপাশি আরও একটি বিষয় উঠে এসেছে। সঞ্জয়ের ব্যবসায়িক পরামর্শদাতা সুহেল শেঠ সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, পোলো খেলার সময় একটি মৌমাছি উড়ে এসে সঞ্জয়ের গলায় ঢুকে পড়ে। তিনি বহু চেষ্টা করেন তা বের করে দেওয়ার। কিন্তু ব্যর্থ হন। কয়েক মুহূর্তের মধ্যেই শ্বাসরোধ হয়ে মারা যান তিনি। ৫৩ বছরের সঞ্জয়ের মৃত্যুর পর থেকেই তাঁর সঙ্গে করিশমার বিবাহ এবং বিচ্ছেদ নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে।
রণবীরের প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করেন সঞ্জয়
২০০৩ সালে মহা ধুমধাম করে বিবাহ হয় সঞ্জয় এবং করিশমার (Karisma Kapoor Ex-Husband Sunjay Kapur)। তবে জামাই হিসাবে সঞ্জয়কে নিয়ে খানিক আপত্তি ছিল বাবা রণধীর কাপুরের। কারণ করিশমা তাঁর প্রথম স্ত্রী নন। অভিনেত্রীর আগে পোশাকশিল্পী নন্দিতা মাহতানির (Nandita Mahtani) সঙ্গে বিয়ে হয়েছিল সঞ্জয়ের। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বেশ নামডাক রয়েছে নন্দিতার। বিরাট কোহলি, ক্যাটরিনা কাইফের মত তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। অন্যদিকে আবার করিশমার তুতোভাই রণবীর কাপুরের (Ranbir Kapoor) এক সময়ের প্রেমিকা ছিলেন নন্দিতা। একে অপরকে ভীষণরকম পছন্দ করতেন তাঁরা। তবে অল্প সময়ের মধ্যেই দুজনের পথ আলাদা হয়ে যায়। অভিনেতা দীনো মরিয়ার (Dino Morea) সঙ্গেও প্রেমের সম্পর্ক ছিল নন্দিতার।
১৯৯৬ সালে শিল্পপতি সঞ্জয় কপূরের সঙ্গে বিবাহ হয় পোশাকশিল্পীর। মাত্র ৪ বছরের মধ্যেই তাঁদের দাম্পত্যে ছেদ পড়ে। ২০০০ সালে বিবাহবিচ্ছেদ হয় সঞ্জয় এবং নিন্দতার। বিচ্ছেদের তিন বছরের মধ্যেই অভিনেত্রীকে বিয়ে পড়েন শিল্পপতি। বিয়ের ১৩ বছর পর বিচ্ছেদ হয় দুজনের। করিশমা এবং সঞ্জয়ের দুই ছেলে মেয়ে রয়েছে। তারা অভিনেত্রীর সঙ্গেই থাকে। এরপর মডেল প্রিয়া সচদেবকে বিয়ে পড়েন সঞ্জয়। দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে।