কলকাতা: তিলোত্তমার বিচারের দাবিতে হাওড়ার (Howrah) তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের ছাত্রীদের পাশে দাঁড়ালেন প্রধান শিক্ষিকা। গত মঙ্গলবার স্কুলের নবম ও দ্বাদশের পড়ুয়াদের নিয়ে তিনি মিছিল করেন। প্রধান শিক্ষিকা জানান, পড়ুয়ারা বিচারের দাবিতে মিছিল করতে মরিয়া হয়ে উঠেছিল। ৪৫০ জন ছাত্রী লিখিত আবেদন করে জানায় তারা আর জি করের ঘটনার প্রতিবাদ করতে চাইছে। ছাত্রীদের আবেদনে সাড়া দিয়ে তিনি স্থানীয় থানায় মিছিলের আবেদন করেন, কিন্তু সে আবেদন মঞ্জুর হয়নি। তবে উৎসাহী ছাত্রীদের নিরাশ না করে তিনি তাঁদের পাশে দাঁড়ান। মিছিলের দিন স্কুলের মাঠে দাঁড়িয়ে ছাত্রীদের উদ্দেশে তাঁর বক্তব্য সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
কী বললেন তিনি দেখুন-
"যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে ১৮ বছরের নিচের মানুষটাকেও সিদ্ধান্ত নিতে হবে।"
- প্রধান শিক্ষিকা, তারাসুন্দরী বালিকা বিদ্যালয়।
শ্রদ্ধা। pic.twitter.com/YhmGie5NMa
— Chintu Sarkar (@ChintuS02156983) August 25, 2024
প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি রবিবার জানিয়েছেন, ‘অনেকে আশঙ্কা করলেও আমায় এখনও কোনও শো-কজ চিঠি ধরানো হয়নি। পেলে আমি নিজের মতো করেই উত্তর দেব। এমন গণআন্দোলন নিছকই শো-কজ, বদলি করে থামানো যাবে না।’