পুলিশের জালে ৩ দুষ্কৃতি (ছবিঃX@WB Police)

কলকাতাঃ এটিএম (ATM) ভেঙে লক্ষ লক্ষ টাকা চুরি। অবশেষে পুলিশের জালে দুষ্কৃতিরা। উত্তরবঙ্গের। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা পুলিশের অন্তর্ভুক্ত ময়নাগুড়ি থানার দু'টি এটিএম লুট করে পালায় দুষ্কৃতিরা। গ্যাস কাটার দিয়ে মেশিন ভেঙে চলে লুটপাট। মঙ্গলবার ময়নাগুড়ির জঙ্গল থেকে গ্রেফতার করা হয় দুষ্কৃতিদের। জানা গিয়েছে, গত ১৪ জুন রাতে চুরির ঘটনা ঘটে। রাত একটা নাগাদ ময়নাগুড়ি-মালবাজার রোডের উপর অবস্থিত দু'টি এটিএমে হানা দেয় দুষ্কৃতিরা। মোট ৫৪ লক্ষ ৭১ হাজার টাকা লুট করা হয়। খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে যায় ময়নাগুড়ি থানা ও জলপাইগুড়ি জেলা পুলিশ। শুরু হয় তদন্ত।

রাতের অন্ধকারে এটিএম লুট, পুলিশের জালে ৩ দুষ্কৃতি

এদিন ভোররাতে জলডোবা বাঁধের কাছে উদ্ধার হয় অসমের নম্বর প্লেটযুক্ত একটি গাড়ি। কিন্তু গাড়িতে কোনও যাত্রী না থাকায় সন্দেহ হয় পুলিশের। এরপরই ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। এই অভিযানে ময়নাগুড়ি থানা, জলপাইগুড়ি জেলা পুলিশের সঙ্গে যোগদান করে শিলিগুড়ি কমিশনারেটের টিম। অভিযানে সাহায্য করেন স্থানীয় মানুষ এবং সরস্বতী চা বাগানের কর্মীরা। এরপরই তিস্তা নদীর পাড় থেকে পাকড়াও করা হয় দু'জনকে। তাদের কাছ থেকে বেশকিছু টাকা উদ্ধার করা হয়। ১৫ জুন সন্ধ্যায় গ্রেফতার করা হয় আরও একজনকে। ধৃতদের নাম হম্মদ আসলুপ খান, মহম্মদ শামশের খান, এবং ইরফান খান। তারা বিহার, রাজস্থান ও হরিয়ানার বাসিন্দা। মোট পাঁচজন মিলে এটিএম লুট করে তারা। বাকি দু'জন এখনও অধরা। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। অন্যদিকে বাজেয়াপ্ত করা হয়েছে এসইউভি গাড়িটি। ওই গাড়ি থেকে উদ্ধার হয়েছে গ্যাস কাটার, তিনটি মোবাইল-সহ অন্যান্য সরঞ্জাম।

ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি