কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান (Photo Credits: X)

নয়াদিল্লিঃ ফের শিরোনামে এয়ার ইন্ডিয়া (Air India)। বিমানের (Flight) ইঞ্জিনে ত্রুটি। যান্ত্রিক গোলযোগের কারণে কলকাতা বিমান বন্দরে (Kolkata Airport) দাঁড়িয়ে মুম্বইগামী (Mumbai) বিমান। সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বই যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই ১৮০ বিমানটি বিমানটির। সেই মতো সোমবার রাত ১ টা নাগাদ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিমানটি। কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেওয়ার সময়ই বিমানটির বাঁ দিকের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। যার জেরে যাত্রায় বাধা পড়ে। ভোর ৫ টা নাগাদ বিমান থেকে নামিয়ে আনা হয় যাত্রীদের। পাইলট ঘোষণা করেন, যাত্রী সুরক্ষার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর বিমানটিকে কলকাতা বিমানবন্দরের টারম্যাকে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই বিমানটির মেরামতির কাজ চলছে বলে সূত্রের খবর।

ইঞ্জিনে ত্রুটি, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার বিমান

উল্লেখ্য্‌ বিগত কিছুদিন ধরেই শিরোনামে এয়ার ইন্ডিয়া। গত, বৃহস্পতিবার ২৪২ জনকে নিয়ে ভেঙে পড়ে লন্ডনগামী বিমান। আমেদাবাদ বিমানবন্দর থেকে উত্তরণের ঠিক চার মিনিটের মাথায় সিভিল হাসপাতালের হোস্টেলের উপর ভেঙে পড়ে বিমানটি। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানে সওয়ার ২৪১ জনের। প্রাণে বেঁচেছেন বিমানের একজন যাত্রী। শুধু তাই নয়, যে এলাকায় বিমানটি ভেঙে পড়েছে সেখানে ডাক্তারি পড়ুয়া, চিকিৎসক ও সাধারণ মানুষ মিলিয়ে মোট ২৯ জনের মৃত্যুর খবর মিলেছে।

ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান