WBSSC (Photo Credit: X@airnews_kolkata)

এসএসসির নবম থেকে দ্বাদশের শিক্ষক নিয়োগের নতুন পরীক্ষার আবেদনের জন্য যে পোর্টাল নির্দিষ্ট করেছিল প্রশাসন, তা খোলার সময় ছিল সোমবার বিকেল পাঁচটা। কিন্তু সোমবার বিকেল পাঁচটা বেজে গেলেও ওয়েবসাইটে পরীক্ষার ফর্ম ফিলাপের প্রক্রিয়া শুরু হয়নি। ফলে ফর্ম ফিলাপ ঘিরে তৈরি হয় নতুন বিতর্ক। পরীক্ষার্থীরা বারবার চেষ্টা করতে থাকেন পোর্টালে ঢোকার কিন্তু বিফল হয়ে তাঁদের ফিরতে হয়। অবশেষে সেই প্রক্রিয়া শুরু হয় সাড়ে পাঁচ ঘণ্টা পর। এদিন রাত সাড়ে ১০টা নাগাদ ফর্ম ফিলাপের প্রক্রিয়া শুরু হয়। তবে ফর্ম ফিলাপের প্রক্রিয়া শুরু হতেই এসএসসি(WBSSC)-র ওয়েবসাইট খুলতে বেশ সমস্যা পড়েন পরীক্ষার্থীরা। এসএসসির তরফে জানান হয়, পোর্টাল খোলার সঙ্গে সঙ্গেই প্রথম ১০ মিনিটে বেশ কিছু পরীক্ষার্থী আবেদন প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। একসঙ্গে অনেকে মিলে এসএসসির ওয়েবসাইট খুলে আবেদন করার প্রক্রিয়া শুরু করায় পোর্টালটি খুলতে অসুবিধা হচ্ছে বলে জানান তিনি।

২০১৬ তে শেষ এসএসসি হয়েছিল। এরপর দীর্ঘ প্রতীক্ষার পরে ফের এসএসসির নবম থেকে দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। নবম-দশমে পাঁচ লক্ষের মতো ও একাদশ-দ্বাদশে ছ’লক্ষের মতো নতুন চাকরিপ্রার্থী পরী‌ক্ষার জন্য আবেদন করতে পারেন বলে অনুমান করা হচ্ছে। তবে এই ফর্ম ফিলাপের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে নারাজ এত বছর চাকরি করে আসা শিক্ষক-শিক্ষিকারা। যোগ্য চাকরিহারা শিক্ষকেরা কোনওভাবেই এই পরীক্ষায় অংশ নেবেন না। তাদের নজর রয়েছে রিভিউ পিটিশনের দিকে। গত বৃহস্পতিবার থেকে চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা অনশন করছেন। রবিবার এবং সোমবার সেখানে প্রথম দশ জন অনশনকারী অসুস্থ হয়ে পড়েন। তাদের সবাইকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। নতুন করে আরো পাঁচ জন শিক্ষক শিক্ষিকা সোমবার থেকে অনশনে সামিল হয়েছেন।