Raveena Tandon Boards Air India Flight Days After Crash (Photo Credits: Instagram)

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিভীষিকাময় বিমান দুর্ঘটনা (Air India Plane Crash) বিমান যাত্রায় ভয় ধরিয়ে দিয়েছে। যেভাবে উড়ানের মিনিট কয়েকের মধ্যেই বিমান গিয়ে সোজা আছড়ে পড়ল মেডিক্যাল কলেজের হোস্টেলের উপর সেই মুহূর্তের ভিডিও তুমুল আতঙ্কের। এক লহলায় প্রাণ কেড়েছে প্রায় ৩০০ জনের। উদ্ধারকাজ সম্পন্ন হতে হতে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ১২ জুন বিমান দুর্ঘটনার স্মৃতি দগদগে, এরই মধ্যে এয়ার ইন্ডিয়ায় (Air India) যাত্রা করলেন বলিউড অভিনেত্রী রবিনা টন্ডন (Raveena Tandon)। দুর্ঘটনার পর বিমান যাত্রার অভিজ্ঞতা কেমন নায়িকার? বিমানে জানলার পাশের সিটে বসে নিজের একগুচ্ছ ছবি শেয়ার করে তা জানালেন রবিনা।

আরও পড়ুনঃ আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ চলচ্চিত্র নির্মাতা মহেশ জিরাওয়ালা, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যুর আশঙ্কা

এরার ইন্ডিয়ার এআই ১৭১ বিমান দুর্ঘটনায় ২ জন পাইলট-সহ ১০ জন ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার আতঙ্ক এবং সহকর্মীদের হারানোর যন্ত্রণা বুকে চেপে রেখেই হাসিমুখে উড়ান চালিয়ে যাচ্ছেন কেবিন ক্রুরা। এই দুঃখ এবং আতঙ্কের সময়ে যাত্রীদের প্রতি তাঁদের অমায়িক ব্যবহারের প্রশংশা করেছেন অভিনেত্রী (Raveena Tandon)।

বিমান দুর্ঘটনার পর রবিনার এয়ার ইন্ডিয়ায় যাত্রার অভিজ্ঞতা কেমন?

রবিনা লিখলেন, 'নতুন সূচনা, সকল প্রতিকূলতার মধ্যেও আবার উড়ে যাওয়া। নতুন করে শুরু করা। বৃহত্তর শক্তির দিকে নতুন সংকল্প। সকলের মনের পরিবেশ গম্ভীর কিন্তু তাও ক্রুরা হাসিমুখে স্বাগত জানাচ্ছে যাত্রীদের। দুঃখ চেপে রেখেছেন মনের মধ্যে। যাত্রী এবং ক্রুদের নীরবতা দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি অব্যক্ত সমবেদনা জানাচ্ছে। এটি এমন একটি ক্ষত যা কখনও নিরাময় হবে না'।