
অভিনেত্রী মোনালিসা (Monalisa) বা ঝুমা বৌদি (Jhuma boudi) আবার ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাঁর এক নতুন ছবি। যা দেখে চোখ সরাতে পারছে না ভক্তরা। উজ্জ্বল কমলা রঙের ফ্লেয়ারি গাউনে একেবারে হট ও সেক্সি লাগছে। ছবিতে তাঁর হাসি, আত্মবিশ্বাসী ভঙ্গিমা মনোমুগ্ধকর সৌন্দর্যের ছাপ রাখছে। গাউনের ভাঁজ এবং টেক্সচার, রাফলড শোল্ডার ডিজাইন তার লুককে করে তুলেছে আরও আকর্ষণীয় ও হট। গাউন থেকে দেখা যাচ্ছে ক্লিভেজ।
তাঁর খোলা চুল, হালকা মেকআপ এবং ন্যাচারাল এক্সপ্রেশনে সেক্সি লাগছে।। এই লুকে মোনালিসা যেন একরাশ আত্মবিশ্বাস ছড়িয়ে দিয়েছেন ।তাঁর ফ্যানদের উদ্দেশ্যে। সোশ্যাল মিডিয়ায় ছবিটি ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে, অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স।
মোনালিসা বা ঝুমা বৌদি হট ও সেক্সি লুকে ছবি পোষ্ট করলেই ভাইরাল হয়ে যায়। অনুরাগীরা অপেক্ষায় থাকে তাকে দেখার জন্য।