
আহমেদাবাদ, ১৬ জুনঃ আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার (Air India Crash) পর থেকেই নিখোঁজ চলচ্চিত্র নির্মাতা মহেশ কালাওয়াদিয়া, যিনি মহেশ জিরাওয়ালা (Mahesh Kalawadia) নামেও পরিচিত। দুর্ঘটনার দিন থেকেই আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না মহেশের। আশঙ্কা করা হচ্ছে, দুর্ঘটনাতেই মারা গিয়েছেন তিনি। মহেশের স্ত্রী হেতল জানান, ১২ জুন, বৃহস্পতিবার থেকেই তাঁর স্বামী নিখোঁজ হয়েছেন। তিনি আরও জানান, দুর্ঘটনাস্থল থেকে মাত্র ৭০০ মিটার দূরেই সেদিন মহেশ ছিলেন।
আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমানটি। কিন্তু উড়ানের মিনিট কয়েকের মধ্যেই বিমানবন্দরের অদূরে মেঘানি নগরের বি জে মেডিকেল কলেজের হোস্টেলের মাথায় ভেঙে পড়ে মস্ত বিমান। সঙ্গে সঙ্গে ভূমি কাঁপিয়ে বিস্ফোরণ। যাত্রী এবং ক্রু সদস্য মিলিয়ে ২৪১ জনের ঝলসে মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন হোস্টেলের কয়েকজন চিকিৎসক। এছাড়াও বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) বহু স্থানীয়েরও মৃত্যু হয়েছে। উদ্ধার হচ্ছে দেহ। কিছু দেহাংশও মিলছে। কারুর হাত কিংবা পায়ের অংশ খুঁজে পাওয়া গিয়েছে। এখনও অবধি মৃতের সংখ্যা ২৯০ ছুঁইয়েছে বলে জানা যাচ্ছে। উদ্ধারকাজ পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত মৃতের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যেই রয়েছেন চলচ্চিত্র নির্মাতা মহেশ জিরাওয়ালা, আশঙ্কা পরিবারের। ধ্বংসস্তূপের নীচেই হয়তো এখনও চাপা পড়ে রয়েছে মহেশের দেহ।
বিমান দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ চলচ্চিত্র নির্মাতা মহেশ জিরাওয়ালা
মহেশের স্ত্রী হেতল সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ১২ জুন ল গার্ডেনে গিয়েছিলেন মহেশ। দুপুর ১টা ১৪ মিনিটে স্বামী তাঁকে ফোন করে বলেন, তিনি বাড়ি ফিরছেন। এরপর বিমান ভেঙে পড়ার ঠিক এক মিনিট পড়ে ১টা ৪০ নাগাদ হেতল ফোন করেন মহেশকে। তখন থেকে ফোন বন্ধ পরিচালকের।
জানা যাচ্ছে, মহেশ আহমেদাবাদের নারোদার বাসিন্দা। মহেশ জিরাওয়ালা প্রোডাকশন নামে তাঁর একটি প্রযোজনা সংস্থা রয়েছে। বিজ্ঞাপনের পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনা করে পরিচিতি অর্জন করেছেন তিনি। মহেশ পরিচালিত বেশ কিছু মিউজিক ভিডিও রয়েছে, যার বেশিরভাগই গুজরাটি ভাষায়।