
জুনের ১২ তারিখ অভিশপ্ত দুপুরের পর কেটে গিয়েছে চারটে দিন। ২৪২ জন যাত্রীকে নিয়ে উড়ে যাওয়া এয়ার ইন্ডিয়া( Air India Plane Crash) -র বিমান দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে মৃত্যু হয়েছে ২৪১ জনেরই। তবে বিস্ফোরণ ও আগুনে ঝলসে যাওয়া মৃতদেহ থেকে দেহ সনাক্ত করতে হিমশিম খাচ্ছেন আহমেদাবাদের সিভিল হাসপাতালের চিকিৎসকরা।ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি (NFSU) এবং FSL-এর টিম যৌথভাবে DNA টেস্টের কাজ করছেন। আত্মীয় পরিজনদের থেকে ডিএনএ স্যাম্পেল থেকে মৃত ১৩২ জনের দেহ ডিএনএ পরীক্ষায় শনাক্ত করা সম্ভব হয়েছে এখনও পর্যন্ত। প্রতিদিনই আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে স্বজনহারাদের ভিড় চোখে পড়েছে হাসপাতাল চত্বরে।
আজ গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল (Health Minister Rushikesh Patel ) জানান, আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে এখনও পর্যন্ত ১৩২ জন নিহতের দেহ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৯৭ জনের মৃতদেহ ইতিমধ্যেই নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Summary Mortal remains
UPDATES UP TO :- 17/06/2025 , 9:07 A.M.
NO. OF DNA MATCH - 132
NO. OF RELATIVES CONTACTED- 131
NO. OF MORTAL RELEASED- 97
Mortal remains will be handed over soon.
— Rushikesh Patel (@irushikeshpatel) June 17, 2025
গতকাল গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি যে ল্যাবে মৃতদের দেহ শনাক্ত করার জন্য DNA টেস্ট করা হচ্ছে গান্ধীনগরের সেই ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (FSL) পরিদর্শন করেন এবং দেহ সনাক্তকরণের কাজে থাকা চিকিৎসক সহ অন্যান্য কর্মীদের প্রশংসা করেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ–লন্ডন এয়ার ইন্ডিয়ার বিমান টেকঅফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে আহমেদাবাদের মেঘানিনগর এলাকায়। বহু যাত্রী মারা গিয়েছেন এই বিমান দুর্ঘটনায়। ওইদিন দুপুর ১টা ১৭ মিনিট নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। ১টা ৩৮ মিনিট নাগাদ ভেঙে পড়ে বিমানটি।