Israel-Iran War (Photo Credit: X)

Israel-Iran War: ক্রমশ আরও উদ্বেগজনক হচ্ছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। ইজরায়েল এবং ইরান দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া যুদ্ধ যত দিন এগোচ্ছে আরও তীব্র আকার নিচ্ছে। মঙ্গলবার পঞ্চম দিনে পড়েছে ইজরায়েল এবং ইরানের যুদ্ধ। আর এদিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বার্তা দিলেন, ইরানে সাংঘাতিক কিছু ঘটতে চলেছে। কানাডায় জি-৭ সম্মেলনের সফরসূচি কাটছাঁট করে তড়িঘড়ি আমেরিকা ফিরে গিয়েছেন তিনি। ট্রাম্পের এই আশঙ্কা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিম এশিয়ায়। তেহরান (Tehran) খালি করার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ ইরানের ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহুর দেশ। এবার ইরানে (Iran) থাকা ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূতদের যত দ্রুত সম্ভাব তেহরান ছাড়ার পরামর্শ দিচ্ছে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস (Indian Embassy in Iran)।

প্রবাসী ভারতীয়দের তেহরান ছাড়ার পরামর্শ

নিজস্ব সম্পদ ব্যবহার করে তেহরানের (Tehran) বাইরে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের (Indian Embassy in Iran) তরফে। ট্রাম্পের হুঁশিয়ারির পরেই তেহরানে ভয়াবহ হামলার আশঙ্কা করছে নয়াদিল্লি (New Delhi)। তাই দ্রুত প্রবাসী ভারতীয়দের শহর খালি করার জন্যে পরামর্শ দেওয়া হচ্ছে। তেহরানে থাকা প্রবাসী ভারতীয়দের অবিলম্বে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। তাঁদের অবস্থান এবং যোগাযোগের নম্বর প্রদান করতে বলা হয়েছে।

হেল্পলাইন চালুঃ

ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যাতে তেহরানের প্রবাসী ভারতীয়রা যোগাযোগ করতে পারেন তার জন্যে তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। +989010144557, +989128109115, +989128109109।