
শিলং, ১৭ জুনঃ বিয়ের পর স্ত্রীকে নিয়ে মধুচন্দ্রিমায় এসেছিলেন তিনি। মেঘালয়ের পাহাড়ের কোলে দু চোখ ভোরে নতুন জীবনের স্বপ্ন বুনেছিলেন রাজা (Raja Raghuvanshi) । কিন্তু কে জানত, সেই স্বপ্ন কেবল তাঁর একারই ছিল। স্ত্রীর পরিকল্পনা ছিল অন্য কিছু। স্বামীকে খুন করে প্রেমিকের সঙ্গে সংসার পাতার ছক কষেছিল খুনি সোনম (Sonam Raghuvanshi)। রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে (Raja Raghuvanshi Murder Case) অভিযুক্ত স্ত্রী সোনম রঘুবংশী, তাঁর প্রেমিক রাজ কুশওয়াহা এবং তিন ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের ঘটনার দৃশ্য পুনর্নির্মাণ করার জন্যে এবার সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে গেল পুলিশ।
রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ
মঙ্গলবার, চেরাপুঞ্জির ওয়েই সাওডং জলপ্রপাতে অপরাধের দৃশ্য পুনর্নির্মাণের জন্য পৌঁছল পুলিশের দল। তাঁদের সঙ্গে অভিযুক্ত সোনম-সহ তিন জন রয়েছে। ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে রাজাকে খুনের পর চেরাপুঞ্জি জঙ্গলের ওই জলপ্রপাতে ফেলে দিলেছিল সোনমরা। অপরাধীদের পরিকল্পনা ছিল, রাজাকে খুনের ঘটনাটি ডাকাতির রূপ দেওয়ার। যার জন্যে যে কোন অজ্ঞাত পরিচয়ের এক তরুণীকে খুন করে তাঁর দেহ জ্বালিয়ে সোনম সাজিয়ে ঘটনাস্থলে ফেলে আসবে। কিন্তু শেষমেশ তা আর হয়ে ওঠেনি। রাজার দেহ খাদে ফেলে পালিয়ে আসে সোনম, রাজ এবং ভাড়াটে খুনিরা।
চেরাপুঞ্জির ওয়েই সাওডং জলপ্রপাতে পৌঁছল পুলিশঃ
#WATCH | Raja Raghuvanshi murder case | Police reach the crime spot with three accused, including Sonam Raghuvanshi, for crime scene reconstruction, at Wei Sawdong Falls, Cherrapunji pic.twitter.com/YsAt3uwVEz
— ANI (@ANI) June 17, 2025
২ জুন রাজার প্রায় পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। খুনের ঘটনার দৃশ্য এবার পুনর্নির্মাণ করতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী। পুলিশে ছয়লাপ গোটা এলাকা।