
সোনিপত, ১৬ জুনঃ হরিয়ানার মডেল সিম্মি চৌধুরী ওরফে শীতলের (Sheetal) হত্যাকাণ্ডে প্রেমিককে গ্রেফতার করল হরিয়ানার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি। তরুণীর মৃতদেহ উদ্ধারের পরের দিনই গ্রেফতার হয়েছেন অভিযুক্ত সুনীল। খুনের অভিযোগ স্বীকার করেছেন সুনীল।
পুলিশ সূত্রে খবর, হরিয়ানার (Haryana) পানিপত জেলার ইসরানার বাসিন্দা সুনীলকে শীতল হত্যাকাণ্ডে গ্রেফতার করা হয়েছে। মডেল তরুণীর গলা কেটে খুন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। খুনের ঘটনাকে আত্মহত্যার রূপ দেওয়ার জন্যে শীতলের গলা কাটার পর তাঁর গাড়িটিও খালের মধ্যে ফেলে দেন সুনীল। সোনিপতের খারখোদার কাছে একটি খাল থেকে শীতল এবং তাঁর গাড়িটি উদ্ধার করেছে পুলিশ।
মডেল খুনে গ্রেফতার প্রেমিকঃ
পুলিশ আরও জানাচ্ছে, সুনীল যে বিবাহিত ছিলেন সেই কথা লুকিয়ে শীতলের সঙ্গে সম্পর্ক গড়েছিলেন তিনি। সম্প্রতি শীতল তাঁর প্রেমিকের বিবাহিত হওয়ার বিষয়টি জানতে পারেন। এই নিয়ে দুজনের মধ্যে অশান্তি বাঁধে। যার জেরে সুনীল এমন কাণ্ড ঘটিয়েছেন বলে আশঙ্কা করছে পুলিশ। অভিযুক্তকে হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাস।
হরিয়ানা (Haryana) নিবাসী নিহত মডেল সিম্মি চৌধুরী ওরফে শীতল শনিবার, ১৪ জুন নিখোঁজ হন। এদিন শুটিংয়ের জন্য আহর গ্রামে গিয়েছিলেন তরুণী। কিন্তু আর ফিরে আসেননি। শীতলের বোন নেহা পানিপতের মাতলাউদা থানায় দিদির নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। তল্লাশি শুরু করে পুলিশ। এরপর সোমবার সোনিপতের খারখোদা এলাকায় একটি খাল থেকে গলা কাটা অবস্থায় বছর ২৩-এর শীতলের দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। নিহত মডেলের পরিবারের তরফে খুনের মামলা দায়ের করা হয়েছে। এরপরেই অভিযুক্তের তল্লাশি শুরু হয়। পুলিশের হাতে আসা এক সিসিটিভি ফুটেজে শেষবার শীতলকে সুনীলের সঙ্গে দেখা গিয়েছিল। পার্ক হাসপাতালের কাছ থেকে সুনীলকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।