
আহমেদাবাদ, ১৪ জুনঃ আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আরও বাড়ল মৃতের সংখ্যা। বিমানে থাকা ২৪১ জনের মৃত্যু হওয়ার পাশাপাশি মেঘানি নগরের বিজে মেডিকেল কলেজের হোস্টেলের ছাদে বিশাল বিমান ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে বহু চিকিৎসকের। ঘটনার দিন গুজরাট পুলিশের তরফে মোট মৃতের সংখ্যা জানানো হয়েছিল ২৬৫। কিন্তু এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াল, ২৭৪। ধ্বংসস্থল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৭৪ জনের লাশ উদ্ধার হয়েছে। তবে সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুর ১টা বেজে ৩৮ মিনিট নাগাদ এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমানটি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু মিনিট কয়েকের মধ্যেই বিমানবন্দরের অদূরে ঘনবসতি এলাকায় গিয়ে ভেঙে পড়ে মস্ত বিমান। যে দোতলা বিল্ডিংয়ে গিয়ে এয়ার ইন্ডিয়া ধাক্কা খায় সেটি বিজে মেডিকেল কলেজের হোস্টেল। উদ্ধারকাজ যত এগোচ্ছে বাড়ছে মৃতের সংখ্যা। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মিলে চালাচ্ছে উদ্ধারকাজ। বিমান দুর্ঘটনার বহু স্থানীয়েরও মৃত্যু হয়েছে। উদ্ধার হচ্ছে দেহ। কিছু দেহাংশও মিলছে। কারুর হাত কিংবা পায়ের অংশ খুঁজে পাওয়া গিয়েছে। শনাক্তকরণের জন্যে চলছে পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ। ডিএনএ নমুনা ছাড়া আগুনে ঝলসে যাওয়া মৃতদেহ কিংবা দেহাংশ দেখে শনাক্ত করা সম্ভাব নয়।
তবে সরকারি তরফে এখনও দুর্ঘটনায় মৃতের সংখ্যা প্রকাশ করা হয়নি। কারণ উদ্ধারকাজ এখনও বাকি। বিমানের ধ্বংসস্তূপ পুরোপুরি সরাতে আরও কিছুটা সময় লাগবে। ফলে যতক্ষণ না ধ্বংসস্তূপ সরানো হচ্ছে, নীচে কেউ চাপা পড়ে আসেন কিনা তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। ধ্বংসস্তূপ সম্পূর্ণ সরানো হলে তবেই মৃতের সংখ্যা স্পষ্ট ভাবে জানা যাবে।