
মঙ্গলবার সকাল সকাল শিলিগুড়ি শহরের নানা এলাকায় একযোগে হানা দিল ইডি)।শহরের অন্তত ছয়টি জায়গায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে অভিযান চালানো হয়,যার ফলে শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।ইডির তরফে এদিন অভিযান চালানো হয় ৫,৮,৯ ও ৩৩ নম্বর ওয়ার্ডের একাধিক স্থানে।খালপাড়ার ৮নম্বর ওয়ার্ডের এম.আর. রোডের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালানো হয়।পাশাপাশি পাঁচ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া,৯নম্বর ওয়ার্ডের খালপাড়ার যমুনা বাজার রোড ও এস.পি. মুখার্জি রোডে এক উকিলের বাসভবনে তল্লাশি চালায় ইডি।ওই উকিলের আরেকটি বাড়ি ৩৩নম্বর ওয়ার্ডের লেকটাউন এলাকাতেও অভিযান চলে।সকালে হঠাৎ শহরের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী দেখে আতঙ্কে পড়ে যান সাধারণ মানুষ।পরে জানা যায়,এটি ইডির পরিকল্পিত অভিযান।পুরনো একটি সাইবার প্রতারণা মামলার সূত্র ধরেই এই অভিযান চালানো হয়েছে।প্রায় দেড়-দুই বছর আগে একই সব জায়গায় অভিযান চালিয়ে অভিষেক বনসল নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল ইডি।
সম্প্রতি শহরে নতুন করে সাইবার জালিয়াতির চক্র সক্রিয় হওয়ায় ফের নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সংস্থা।তবে ইডির তরফে এখনো পর্যন্ত এই অভিযান সম্পর্কে কোনো সরকারি বিবৃতি মেলেনি।তদন্ত চলাকালীন এই হানার জেরে ফের একবার শিলিগুড়ির আড়ালে লুকিয়ে থাকা প্রতারণা চক্র নিয়ে প্রশ্ন উঠছে।