
কলকাতাঃ ইরান-ইজরায়েল (Iran Israel War) যুদ্ধ আবহে এক লাফে বেড়েছে সোনার দাম (Gold Price)। গত সপ্তাজে ১ লক্ষের গণ্ডি ছুঁয়েছিল সোনার দাম। তবে চলতি সপ্তাহে ধীরে ধীরে নামছে সোনার দামের পারদ। জেনে নিন আজ, মঙ্গলবার কলকাতা-সহ অন্যান্য মেট্রো শহরগুলিতে সোনার দাম কত। আজ, ১৭ জুন কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৩৬০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৩৬০০ টাকা। ১ গ্রাম ২২ ক্যারেট সোনা বেঁচতে গেকে পাবেন ৮৯৬৭ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৮৫৪ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৮৫৪০ টাকা।
ইরান-ইজরায়েল যুদ্ধ আবহে কমল সোনার দাম, জেনে নিন আজকের দর
এছাড়া কলকাতায় ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৭৬৮৫। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৭৬৮৫০ টাকা। জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারেও সোনার দামে পতন ঘটেছে। যার প্রভাবই পড়েছে বাংলার বাজারে। সোমবারের থেকে আজ, মঙ্গলবার সোনার দাম কমেছে কলকাতা-সহ মুম্বই, দিল্লি, আমেদাবাদের মতো অন্যান্য মেট্রো শহরে। অন্যদিকে রান-ইজরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে দেশজুড়ে বাড়তে চলেছে তেলের দাম।
মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
#Gold price drops, #silver price lower amid #IsraelIranConflict.
Read: https://t.co/OEYfQyy0Yu pic.twitter.com/iuPQTZA29A
— NDTV Profit (@NDTVProfitIndia) June 17, 2025