Karisma Kapoor and Sunjay Kapur (Photo Credits: X)

মুম্বই, ১৩ জুনঃ প্রয়াত বলিউড অভিনেত্রী করিশমা কপুরের (Karisma Kapoor) প্রাক্তন স্বামী তথা ব্যবসায়ী সঞ্জয় কপূর। ১২ জুন লন্ডনে হৃদরোগ আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে সঞ্জয়ের (Sunjay Kapur Death) বয়স হয়েছিল ৫৩ বছর। পোলো খেলতে গিয়ে মৃত্যু ঘনিয়ে আসে করিশমার প্রাক্তন স্বামীর জীবনে। জানা গিয়েছে, খেলতে খেলতে আচমকাই একটি মৌমাছি সঞ্জয়ের গলায় ঢুকে পড়ে। বহু চেষ্টা করেন সেটিকে বার করার। কিন্তু ব্যর্থ হওয়ায় ঘাবড়ে যান তিনি। ভয় পেয়ে যান, বিকল হয়ে যায় সঞ্জয়ের হৃদযন্ত্র। মুহূর্তের মধ্যেই মারা যান। চিকিৎসার সুযোগটুকু দেননি। দিদির প্রাক্তন স্বামীর মৃত্যুর খবর পাওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়েন বোন করিনা (Kareena Kapoor Khan)। স্বামী সইফকে নিয়ে তিনি রওনা দেন করিশমার বাড়িতে। প্রায় ১১ বছর আগে বিবাহবিচ্ছেদ হয় করিশমা এবং সঞ্জয়ের। দম্পতির দাম্পত্য সুখের ছিল না মোটেই। শ্বশুরবাড়ির মানসিক অত্যাচারের পাশাপাশি, সঞ্জয় তাঁর বন্ধুর শয্যাসঙ্গিনী হওয়ার জন্যে প্রস্তাবও দেন করিশমাকে।

আরও পড়ুনঃ সঞ্জয়ের আচমকা মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন করিনা, খবর পেয়েই সইফকে নিয়ে দিদি করিশমার বাড়িতে ছুটলেন

কেন হয়েছিল করিশমা এবং সঞ্জয়ের বিবাহবিচ্ছেদ?

২০০৩ সালে ধুমধাম করে বিয়ে হয়েছিল অভিনেত্রী করিশমা কাপুর এবং ব্যবসায়ী সঞ্জয় কপূরের। গোটা বলিউডের আমন্ত্রিত ছিল কাপুর পরিবারের বিয়ের অনুষ্ঠানে। কিন্তু বিয়ের পর বদলে গেল অভিনেত্রীর জীবন। বিয়ের পরের দিন থেকেই শ্বশুরবাড়িতে মানসিক নির্যাতনের শিকার হন করিশমা। এমনকি মধুচন্দ্রিমায় (Honeymoon) গিয়ে স্বামী সঞ্জয় তাঁর বন্ধুর শয্যাসঙ্গিনী হওয়ার জন্যে প্রস্তাব দেন নববিবাহিত স্ত্রীকে। শুরু তাই নয়, বিছানায় সঙ্গ দেওয়ার জন্যে স্ত্রীর মূল্য নির্ধারণ করেছিলেন তিনি। এমন জঘন্য প্রস্তাবে রাজি না হওয়ায় করিশমার উপর শারীরিক অত্যাচার শুরু করেন সঞ্জয়।

বিয়ের ১৩ বছর পর বিচ্ছেদ হয় দুজনের। সঞ্জয়ের (Sunjay Kapur) বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলায় অভিনেত্রী এও জানান, তিনি যখন অন্তঃসত্ত্বা ছিলেন তাঁর শাশুড়ি তাঁকে একটি পোশাক উপহার দেন। কিন্তু সেই পোশাক গায়ে ফিট না হওয়ায় তিনি তা পড়েননি। যার কারণে নাকি সঞ্জয় তাঁর মাকে উপদেশ দেন, করিশমার গায়ে হাত তোলার জন্যে।

করিশমার সঙ্গে বিবাহের আগে ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানির সঙ্গে বিয়ে হয়েছিল সঞ্জয়ের। বিচ্ছেদের মামলায় অভিনেত্রী এও জানান, বিয়ের পর আগের স্ত্রীর সঙ্গে যোগাযোগ এবং নিয়মিত শারীরিক সম্পর্ক বজায় রেখেছিলেন সঞ্জয়। করিনা এবং সঞ্জয়ের দুই ছেলে এবং মেয়ে রয়েছে। তারা মায়ের সঙ্গেই থাকে। অভিনেত্রীর সঙ্গে বিচ্ছেদের পর মডেল প্রিয়া সচদেবকে তৃতীয়বার বিবাহ করেন সঞ্জয়। দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে।