Karisma Kapoor Ex-Husband Death (Photo Credits: Instagram)

Karisma Kapoor Ex-Husband Death: বৃহস্পতিবার, ১২ জুন এক বিভীষিকাময় দিন। আহমেদাবাদে ভেঙে পড়েছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। প্রাণ গিয়েছে ২৪১ জনের। কেবল মৃত্যুঞ্জয় হয়ে ফিরে এসেছেন একজন যাত্রী। বিমান ভেঙে পড়ার খবরে গোটা বিশ্ব যখন বিচলিত ঠিক সেই সময়েই বলিউড অভিনেত্রী করিশমা কাপুরের (Karisma Kapoor) প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের (Sunjay Kapur) আচমকা মৃত্যুর খবর আসে। মাত্র ৫৩ বছর বয়সে মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন সঞ্জয়। অথচ মৃত্যুর ৭ ঘণ্টা আগেই আহমদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানিয়েছিলেন তিনি। সমবেদনা জানিয়েছিলেন নিহতের পরিবারদের। তার কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসে সঞ্জয়ের মৃত্যু। সেই খবর পাওয়া মাত্রই স্বামী সইফ আলি খানকে (Saif Ali Khan) নিয়ে দিদি করিশমার বাড়িতে পৌঁছলেন করিনা। করিশমার বাড়ির বাইরে পাপারাৎজির ভিড় থিকথিক করছে।

করিশমা কাপুরের প্রাক্তন স্বামীর আচমকা মৃত্যু

কান্নায় ভেঙে পড়েন করিনা (Kareena Kapoor Khan)। চোখে জল নিয়ে তিনি পৌঁছন দিদির বাড়িতে। করিশমার বাড়িতে এসেছেন তাঁর দীর্ঘ দিনের বান্ধবী অভিনেত্রী মালাইকা আরোরা (Malaika Arora) এবং অমৃতা আরোরা (Amrita Arora)। গাড়িতে বসে কাঁদতে দেখা গিয়েছে অমৃতাকে। করিশমা, করিনা এবং মালাইকা, অমৃতা এই চারজন বহু বছরের ঘনিষ্ঠ বন্ধু। বলিউডের 'বেস্ট ফ্রেন্ড ফরেভার' যাকে বলে আর কি।

করিশমার বাড়িতে সইফ-করিনা

কীভাবে মারা গেলেন সঞ্জয় কপূর?

পোলো ম্যাচ খেলতে খেলতে ঘনিয়ে আসে সঞ্জয়ের মৃত্যু। লন্ডনে পোলো ম্যাচ খেলার সময়ে হৃদরোগ (Heart Attack) আক্রান্ত হন তিনি। আচমকাই অসুস্থ হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন। চিকিৎসার সুযোগ টুকু দেননি। মৃত্যুকালে সঞ্জয় কপূরের বয়স হয়েছিল ৫৩। করিশমা কাপুরের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে প্রায় ১১ বছর আগে। তাঁদের দুটি ছেলে মেয়ে রয়েছে। তারা মায়ের সঙ্গেই থাকে। অভিনেত্রীর সঙ্গে বিচ্ছদের পর মডেল প্রিয়া সচদেবকে ২০১৬ সালে বিয়ে করেন সঞ্জয়। দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে।