Hindi Speaking Couple Apolozises (Photo Credit: X/Screengrab)

বেঙ্গালুরু, ২ জুন: উলটো দিক থেকে আসছিলেন এক দম্পতি। উলটো দিক থেকে এক দম্পতি (Hindi Speaking Couple) যখন আসছিলেন, সেই সময় ওই মহিলার পায়ের উপর অটোর চাকা উঠে যায় বলে অভিযোগ। এরপরই ওই অটো চালককে পায়ের চটি দিয়ে পেটাতে শুরু করেন ওই মহিলা। যে ঘটনার ভিডিয়ো হু হু করে ভাইরাল হয়ে যায়। হিন্দিভাষী ওই মহিলা পায়ের চটি খুলে কর্ণাটকের অটো চালককে (Karnataka Auto Driver) পেটাতে শুরু করলে, সেই ভিডিয়ো হু হু করে ভাইরাল (Viral Video) হয়ে যায়। ওই ভিডিয়ো ভাইরাল হতেই রবিবার বিকেলে কর্ণাটকের (Karnataka) ওই অটো চালককে মারধরকারী মহিলাকে গ্রেফতার করা হয়। ওই মহিলার সঙ্গে তাঁর স্বামীকেও গ্রেফতার করে পুলিশ।

যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। গ্রেফতারির পর ওই দম্পতি শেষ পর্যন্ত পুলিশের কাছে ক্ষমা চেয়ে নেন।  কর্ণাটকের অটো চালককে (Karnataka Auto Driver) মারধর করে কার্যত খবরের শিরোনামে ওই আসেন হিন্দিভাষী ওই দম্পতি।

দেখুন কীভাবে অটো চালককে পায়ের চটি খুলে পেটাতে শুরু করেন মহিলা...

 

কর্ণাটক পুলিশের হাতে গ্রেফতার  হওয়ার পর ক্ষমা চেয়ে নেন ওই দম্পতি...

 

 

পাঙ্খুড়ি নামে ওই মহিলাকে অটো চালক বলেন, তাণর ভিডিয়ো তৈরি করা হবে। পায়ের চটি খুলে ওই মহিলা মারধর করেন এবং বলতে শুরু করেন, 'চল বানা এবার ভিডিয়ো।' ওই ভিডিয়ো নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল শুরু হয়েছে। সেই সঙ্গে ফের ভিডিয়োর জেরে ফের দেশের বিভিন্ন 'ভাষা বিদ্বেষের' ছবি কার্যত স্পষ্ট হল বলেই মনে করছেন অনেকে।