
Deepfake Video Laura McClure: ডিপফেক ভিডিও ক্রমশই বিশ্বের বিভিন্ন দেশের কাছে বড় আশঙ্কা হয়ে দাঁড়িয়েছে। ডিপ ফেক কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI- হল এমন এক আধুনিক প্রযুক্তি দিয়ে যার মাধ্যমে এমন ভুয়ো ভিডিও তৈরি করা যায়, যেখানে আসল মানুষের মুখ বা কণ্ঠ হুবহু নকল। এই ভুয়ো ভিডিয়ো এতটাই বাস্তবের সঙ্গে মিলে যায় যেটা দেখে মনেই হয় না, যা সেটা বাস্তবে ঘটেনি। কিংবা সেটা আসলে বলা হয়নি। ডিপ ফেক AI-এর মাধ্যমেসহজেই গুজব, বিভ্রান্তি ও প্রতারণা ছড়ানো সম্ভব। আর এই ডিপফেক ভিডিয়ো বা AI রুখতে দেশের সংসদে অভিনব কাজ করলেন নিউ জিল্যান্ডের মহিলা সাংসদ লৌরা ম্যাকলুরে (Laura McClure)।
ক্রমেই ভয় ধরাচ্ছে ডিপফেক ভিডিয়ো
এই কিউই সাংসদ ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে নিজের নগ্ন ছবি দেশের পার্লামেন্ট অধিবেশনে দেখালেন। বারবার তিনি দাবি করলেন, ডিপফেক ভিডিয়ো নিউ জিল্য়ান্ডের সবচেয়ে বড় অভিশাপ হয়ে উঠতে চলেছে। এখনই এটা রুখতে কঠোর থেকে কঠোরতম আইন আইন প্রয়োজন। কীভাবে ডিপফেক ভিডিয়ো সাধারণ মানুষের জীবন মূর্হূতে পুরোপুরি নষ্ট করে ফেলতে পারে, সেটাও তিনি সংসদ অভিযানে বোঝাতে থাকেন।
দেখুন AI ডিপফেক ভিডিওর বিপদ নিয়ে বলতে গিয়ে নিজের নগ্ন ছবি কীভাবে দেখালেন কিউই সাংসদ
🇳🇿 MP HOLDS UP AI-NUDE OF HERSELF IN PARLIAMENT TO FIGHT DEEPFAKES
New Zealand politician Laura McClure held up an AI-generated nude of herself in Parliament to push a law against fake explicit images.
She made it at home to show how easy it is to create deepfakes that can ruin… pic.twitter.com/G74KLOoh7o
— Mario Nawfal (@MarioNawfal) June 2, 2025
নিজের নগ্ন ছবি দেশের পার্লামেন্টে দেখানো নিয়ে সাংসদ লৌরা ম্যাকলুরে বললেন, " এটা আমার কাছে অস্বস্তির ছিল ঠিকই, কিন্তু আবার এটার প্রয়োজনও ছিল। অন্য কারও এমন ছবি দেখানোর চেয়ে বিপদের মাত্রা বোঝাতে নিজেকে দেখানোই ঠিক হবে বলে মনে করি। এটা কত সহজে করা যায়, সেটাও বুঝিয়েছি। আসলে আমি ডিপ ফেক ভিডিও-র বিপদ নিয়ে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম, সেটা আমার নগ্ন ছবির বিনিময়ে হলেও সেটা পাওয়ায় আমার উদ্দেশ্যসাধন হয়েছে। এবার প্রশাসন এটা নিয়ে কঠোর আইন আনলে সবচেয়ে খুশি হব।"