
দিল্লি, ২৮ মে: ফের ছাঁটাইয়ের (Tech Layoffs) চোখ রাঙানি। এবার ফের কর্মী ছাঁটাই করছে আইবিএম (IBM)। এবার প্রায় ৮ হাজার কর্মীকে ছাঁটাই করা হচ্ছে আইবিএমের তরফে। সূত্রের তরফে মিলছে এমন খবর। রিপোর্টে প্রকাশ, আইবিএমের যে এইচ আর (HR) ডিপার্টমেন্ট রয়েছে, সেখান থেকে ছাঁটাই করা হচ্ছে মূলত এবারের পর্যায়ে। আইবিএমের এইচ আর ডিপার্টমেন্টের লোকজনকে ছাঁটাই করে সেখানে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সকে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে খবর।আইবিএমের ব্যাক অফিসের যে সমস্ত কাজ কর্ম রয়েছে, সেখানে এবার কর্মীদের পরিবর্তে এআই কাজ করবে বলে মার্কিন টেক জায়েন্ট সূত্রে খবর মিলছে।
আরও পড়ুন: Microsoft Layoffs Coming: বছর শুরু হতেই ছাঁটাইয়ের কালো মেঘ, মাইক্রোসফট থেকে চাকরি যাচ্ছে বহু কর্মীর?
চলতি মাসের প্রথমে আইবিএম একবার খবরের শিরোনামে আসে। যেখানে এইচআর ডিপার্টমেন্টে ২০০ কর্মীর চাকরি যায় এবং সেখানে এআই দিয়ে কাজ চালানো শুরু হয় বলে খবর। এইচ আর ডিপার্টমেন্টের ডেটা থেকে কাগজ কলমরে কাজ, প্রায় সবটাই আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে শুরু হয় বলে জানা যায়।
আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স দিয়ে যেভাবে কাজ এগোচ্ছে, তা মানুষের দ্বারা সম্ভব নয়। সেই কারণেই কোম্পানির বিভিন্ন ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে কাজের পরিকল্পনা চলছে বলে আইবিএমের সিইও অরবিন্দ কৃষ্ণ জানান।
এসবের পাশাপাশি আইবিএমে কর্মীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। সেই কারণে যে ডিপার্টমেন্টগুলিতে মানুষের কাজের চেয়েও বেশি গতি প্রয়োজন, সেখানে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করা হচ্ছে। সফটওয়্যার থেকে মার্কেটিং, সেলসের মত একাধিক দফতর থেকে ছাঁটাই চলছে। হেড কাউন্ট কমিয়ে এআইয়ের মাধ্যমে কীভাবে কোম্পানির উন্নতি করা যায়, সেটাই দেখা হচ্ছে বলেও জানান অরবিন্দ কৃষ্ণ।