Photo Credits: Pixabay

Tech Layoffs 2025: সর্বনাশের ২০২৫! তথ্য প্রযুক্তি কর্মীদের কাছে চলতি বছরটা একেবারে বিভীষিকার মত হয়ে দাঁড়িয়েছে। কর্মীদের তাড়ানো নিয়ে তথ্য রাখা এক সংস্থার রিপোর্ট বলছে, বিশ্বের ৯৩টি তথ্য প্রযুক্তি কোম্পানি চলতি বছর মোট ২৩ হাজার ৫০৫ জনকে বহিষ্কার করেছে।

ছাঁটাইয়ের পথে গুগল, মাইক্রোসফ্টও

কর্মীদের তাড়িয়ে খরচ কমানোর নীতিতে হেঁটেছে গুগল, মাইক্রোসফট, মেটা, এইচপি, টিকটক (বাইটডান্স)-র মত বিশ্বের নামজাদা বহুজাতিক আইটি ভিত্তিক সংস্থাগুলিও তাদের কর্মীদের তাড়িয়েছে। প্রায় প্রতিটি কোম্পানিই খরচ কমিয়ে, অন্যত্র বিনিয়োগের জন্য কর্মী ছাঁটাই করেছে।

কার্যত গণছাঁটাই চলছে

চলতি বছর আরও চলবে ছাঁটাই!

চলতি বছর তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আরও কর্মী ছাঁটাই হওয়ার আশঙ্কা রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি, মার্কিন-কানাডা সম্পর্ক নিয়ে টানাপোড়েনের প্রভাবও কর্মী ছাঁটাইয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পড়ছে। তবে শুধু তথ্য প্রযুক্তি ক্ষেত্র নয়, অটো মোবাইল, ই-কমার্স, রিটেল সহ নানা ক্ষেত্রেও প্রচুর কর্মী ছাঁটাই চলছে।