নয়াদিল্লিঃ জেলায় জেলায় তাপপ্রবাহের (Heatwave) চোখ রাঙানি। বৃহস্পতিতেও অব্যাহত গরমের দাপট। সকাল থেকে চোখ রাঙাচ্ছে সূর্য (S। অস্বস্তিকর আবহাওয়া। ২৩শে এপ্রিল থেকে আগামী ২৬শে এপ্রিল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। ইতিমধ্যেই জারি হয়েছে তাপপ্রবাহের হলুদ ও কমলা সর্তকতা। আজ, বৃহস্পতিবার বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম,পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে চলবে তাপপ্রবাহ, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বৃহস্পতিতে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? জানাল হাওয়া অফিস
এখনই বৃষ্টির দেখা নেই। তবে সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি। শনিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় বদল হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া। ভিজবে ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া বাঁকুড়া, বীরভূম, হাওড়া হুগলী সহ ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এই বৃষ্টির ফলে ভ্যাপসা গরম থেকে সাময়িক মুক্তি মিলবে দক্ষিণবঙ্গবাসীর। এতে তাপমাত্রাও কিছুটা কমবে বলে অনুমান। পাশাপাশি ভিজবে কলকাতাও। মহানগরীতেও বৃষ্টির সঙ্গে হাওয়ার দাপট দেখা যাবে। তবে তার আগে বৃহস্পতি ও শুক্রবার পরিস্থিতি ভয়াবহ হতে চলেছে। গুমট গরম একপ্রকার নাজেহাল করে দেবে বঙ্গবাসীকে
আজ দিনভর কেমন থাকবে বাংলার আবহাওয়া? জেনে নিন ঝটপট
Special Bulletin No. 2: Heat Wave condition likely over some districts of South Bengal during 23rd to 26thApril, 2025. pic.twitter.com/lfT67RBTlN
— IMD Kolkata (@ImdKolkata) April 23, 2025