গত মঙ্গলবার পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর গোটা দেশ ক্ষোভ ও শোকে ছেয়ে গেছে। এই হামলায় দেশ ২৮ জন নিরীহ মানুষকে হারিয়েছে।নিহতের পাশাপাশি অনেক মানুষ আহতও হয়েছেন, তাদের চিকিৎসা হাসপাতালে চলছে। তবে পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় অবিশ্বাস্য ভাবে জঙ্গিদের বন্দুকের সামনে পড়েও এই ভয়াবহ হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছে আসামের শ্রীভূমি শহরের অধ্যাপক দেবাশীষ ভট্টাচার্য্যের পরিবার। পর্যটকদের নাম-পরিচয় জেনে তাঁদের হত্যা করছিল জঙ্গিরা ৷ চারিপাশে অনেককে কলমা পড়তে দেখে সেই সময় দেবাশীষ কলমা পড়তে শুরু করেন, সেই দেখে জঙ্গিরা তাঁদের পরিবারকে ছেড়ে দেয়।
জঙ্গিদের বন্দুকদের মুখে কলমা পড়ে প্রাণ বাঁচালেন অসমের অধ্যাপক
এক বেসরকারি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, যে সময়ে গুলি চলছিল, সেই সময়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ দেখেন, চার পাশের লোকজন কলমা পড়ছেন। সঙ্গে সঙ্গে তিনিও উঠে বসে কলমা পড়তে শুরু করেন।বেসরকারি সংবাদমাধ্যমকে দেবাশিস জানিয়েছেন, এই সময়ে একজন বন্দুক হাতে হাজির হয়, এবং তাঁর পাশের জনের মাথায় গুলি করে। বন্দুকধারী তাঁকে জিজ্ঞাসা করে, ‘কেয়া কর রহে হো?’ (কী করছো?) তিনি কোনও উত্তর না দিয়ে আরও জোরে কলমা পড়তে থাকেন। এর পরে বন্দুকধারী সেখান থেকে চলে যায়। বেঁচে যান, দেবাশিস এবং তাঁর পরিবারের মানুষ।
কলমা পড়ে প্রাণে বাঁচলেন দেবাশীষ ভট্টাচার্য্যঃ
Debasish Bhattacharya saved his life by reading Kalma "La Ilahi Illallah" in #PahalgamTerrorAttack.
So now it's compulsory to learn Kalma if a Hindu wants to visit Kashmir?
Instead stop visiting Kashmir. pic.twitter.com/iYqqO7bQQB
— Sunanda Roy 👑 (@SaffronSunanda) April 23, 2025