Pahalgam Attack (Photo Credit: @prachyam7/ X)

নয়াদিল্লিঃ মঙ্গলবারের নৃশংসতার পর এখনও থমথমে কাশ্মীরের (Jammu and Kashmir)পহেলগাঁও (Pahalgam)। বুধবার কাশ্মীর জুড়ে বনধ পালনের পর আজ, বৃহস্পতিতে কাশ্মীর জুড়ে অঘোষিত বনধ। অন্যদিকে সন্ত্রাসবাদ রুখতে কড়া অবস্থান কেন্দ্রীয় সরকারের। বুধবার রাতেই বৈঠক করে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ পদক্ষেপ করেছে কেন্দ্র। এদিন মধ্যরাতে নয়াদিল্লিতে তলব করা হয় পাকিস্তানের অন্যতম শীর্ষ কূটনীতিক সাদ আহমেদ ওয়ারাইচকে। পাক দূতাবাসের আধিকারিকদের ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে ভারত ছাড়ার জন্য।

৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশনামা পাক দূতাবাসের আধিকারিকদের

ইতিমধ্যেই পহেলগাঁও গণহত্যা কাণ্ডের তদন্ত শুরু করে দিয়েছে এনআইএ। অন্যদিকে কড়া হাতে সন্ত্রাসদমনে নেমেছে মোদী সরকার। ইতিমধ্যে বিদেশমন্ত্রকের তরফে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছ। বন্ধ করে দেওয়া হয়েছে ভারত-পাকিস্তান সীমান্ত। বাতিল করা হয়েছে সমস্ত পাক ভিসা। যে সমস্ত পাক নাগরিকরা ভারতীয় ভিসার জন্য আবেদন করেছিলেন তাও বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থগিত রাখা হয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি। পাক দূতাবাসের আধিকারিকদের দিল্লি ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এই মুহূর্তে নজর রয়েছে ইসলামাবাদের দিকে। বৃহস্পতিবার পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটির বৈঠক র‍রয়েছে। প্রধানমন্ত্রীর তরফ থেকেও একটি বৈঠক ডাকা হয়েছে।

সন্ত্রাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কেন্দ্রের