আপনি কি চরম মানসিক চাপের (Stress) মধ্যে রয়েছেন? খোয়াতে পারেন চাকরি। বিশ্বাস হচ্ছে না তো! সদ্য এমনই কিছু করেছে হোম বিউটি সার্ভিস স্টার্টআপ সংস্থা 'ইয়েস ম্যাডাম' (YesMadam)। বাড়িতে গিয়ে পার্লার পরিষেবা প্রদানকারী এই স্টার্টআপ সংস্থা সদ্যই প্রায় ১০০ জন কর্মীকে ছাঁটাই করেছে। কারণ হিসাবে সংস্থার তরফে জানানো হয়েছে, ওই সমস্ত কর্মীরা প্রবল মানসিক চাপের মধ্যে ছিলেন। কাজের পরিবেশ সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্যে এই কঠিন পদক্ষেপ নিয়েছে ইয়েস ম্যাডাম।
রাতারাতি ইমেল করে একশো জন কর্মীকে বাতিল করার সিদ্ধান্ত জানিয়েছে ইয়েস ম্যাডাম (YesMadam)। সংস্থা থেকে ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে একজন তাঁর কাছে আসা ইমেলটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ওই ইমেলটি পাঠিয়েই কর্মীদের কাছ থেকে চাকরি কেড়ে নেওয়া হয়েছে।
কী রয়েছে ইমেলে ম্যাডামের পাঠানো ইমেলে?
ইমেলে উল্লেখ, সদ্য নয়ডার ওই সংস্থা তার কর্মীদের জন্যে একটি সমীক্ষার আয়োজন করেছিল। কর্মীদের মানসিক স্বাস্থ্যের খবর নেওয়াই ছিল এই সমীক্ষার মূল উদ্দেশ্য। এই সমীক্ষায় বেশ কিছু কর্মী জানিয়েছেন, যে তাঁরা 'চরম চাপের' মধ্যে রয়েছেন। কর্মীদের সেই উত্তর ছিল তাঁদের কাল। সমীক্ষার ফলাফল কর্মী ছাঁটাই। মানসিক চাপের শিকার এমন ১০০ জন কর্মীকে বেছে বেছে বরখাস্ত করেছে হোম বিউটি সার্ভিস স্টার্টআপ সংস্থা 'ইয়েস ম্যাডাম'।
ইয়েস ম্যাডামের পাঠানো চাকরি ছাঁটাইয়ের ইমেল...
So recently a startup named YesMadam sent out survey to team members on how stressed they are AND? Guess what... fired the ones who had voted they are under extreme stress.
Source: https://t.co/o8PnoRMlax pic.twitter.com/RSxQBUW1Gj
— Deep Ganatra (@DeepXP) December 9, 2024
একেই মানসিক চাপ তার উপর চাকরি খোয়ানো। সুস্থ এবং স্বাভাবিক কাজের পরিবেশ বজায় রাখার জন্যে ইয়েস ম্যাডামের সিদ্ধান্ত সমালোচিত হয়েছে।