WhatsApp, Representational Image (Photo Credit: File Photo)

WhatsApp: ২০০৯ সাল থেকে শুরু হয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ-এর পথ চলা। এরপর জনপ্রিয়তার তুঙ্গে ওঠায় ২০১৪ সালে দুনিয়ার সবচেয়ে সফল এই ম্য়াসেজিং অ্যাপকে রেকর্ড ১৪ বিলিয়ন মার্কিন ডলারে কিনে নেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ। তারপর থেকে হোয়াটসঅ্যাপ দুনিয়ার প্রায় সর্বত্র এক নম্বর বার্তা বিনিময়ের অ্যাপ হয়ে উঠেছে। তবে জন্মলগ্ন থেকে যা হয়নি, এবার তাই হতে চলেছে WhatsApp-এ। মেটার প্রোডাক্ট দুনিয়ার এক নম্বর ম্যাসেজিং এই প্ল্যাটফর্মে চালু হচ্ছে বিজ্ঞাপন। এবার থেকে ফেসবুক, ইনস্টাগ্রামের মত হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় দেখতে হতে পারে বিজ্ঞাপন। তবে ব্যক্তিগত চ্যাটে আসবে না বিজ্ঞাপন। বরং হোয়াটসঅ্যাপ চ্যানেল, স্ট্যাটাসে দেখানো হবে বিজ্ঞাপন। এর ফলে কনটেন্ট ক্রিয়েটররা বিজ্ঞাপনের অংশ থেকে রোজগার করতে পারবেন। এর আগেও WhatsApp-এ বিজ্ঞাপন আনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ইউজার হারানোর ভয়ে বারবার পিছিয়ে এসেছিলেন জুকেরবার্গ।

আসছে কনটেন্ট ক্রিয়েটারদের রোজগারের সুযোগ

ঠিক যেমনভাবে ইউ টিউব, ফেসবুক কিংবা এক্স প্ল্যাটফর্মে কনটেন্ট, ভিডিও পোস্ট করে অর্থ উপার্জন করেন কনটেন্ট ক্রিয়েটার-রা। তেমনভাবেই হোয়াটসঅ্যাপ চ্যানেল, স্ট্যাটাস থেকে তাঁর রোজগার করে ফেলা যাবে। ব্যবসায়ীরাও তাদের পণ্য ও পরিষেবা প্রচারের জন্য হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে পেশাদারভাবে ব্যবহার করতে পারবেন। Whatsapp-এ শুধু বিজ্ঞাপনের জন্য ডেটিকেটিভ একটা জায়গা তৈরি করছে মেটা। সোজা কথায় বলা যায়, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ট্যাবে আসছে বিজ্ঞাপন, সঙ্গে চ্যানেল সাবস্প্রিশন ফিচারও।

দেখুন খবরটি

ফেসবুক, ইনস্টাগ্রামের চেয়ে হোয়াটসঅ্যাপ থেকে রোজগার তুলনায় অনেক কম মেটার

মাসে ৩০০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। কিন্তু এর পরেও এই অ্যাপের থেকে জুকেরবার্গের কোম্পানি মেটার আয় ফেসবুক ও ইনস্টাগ্রামের থেকে অনেকটাই কম। আর তাই এবার হোয়াটসঅ্যাপের বিপুল সংখ্যক ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখিয়ে রোজগার বাড়াতে চান জুকেরবার্গ। শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে বিজ্ঞাপনের ফিচার আসবে। তার মাস কয়েকের মধ্যে গোটা বিশ্বের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বিজ্ঞাপন চলে আসবে। তবে এর ফলে যাতে ইউজাররা বিরক্ত হয়ে অ্য়াপ ডিলিট না করে দেন, সেই জন্য তাদের কাছে একটা অপশন থাকবে, যেখানে হোয়াটসঅ্যাপ শুধুই ব্যক্তিগত বার্তা আদান-প্রদানের প্ল্য়াটফর্ম হিসেবে রাখা যাবে, সেক্ষেত্রে কোনওভাবেই বিজ্ঞাপন থাকবে না। কিন্তু এর বাইরে হোয়াটসঅ্যাপ চ্যানেল, স্ট্যাটাস, বিজনেসের ক্ষেত্রে হলে বিজ্ঞাপন দেখতেই হবে।