Tesla Layoffs: ফের কর্মী ছাঁটাই, এলন মাস্কের টেসলা থেকে চাকরি যাচ্ছে বহু মানুষের
Elon Musk (Photo Credit: Instagram)

ফের চাকরি যাওয়ার চোখ রাঙানি। এবার এলন মাস্কের (Elon Musk) কোম্পানি টেসলা (Tesla)  থেকে ফের বহু কর্মীর চাকরি যাচ্ছে বলে খবর। টেসলার একাধিক ক্ষেত্র থেকে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে বলে খবর মিলছে। যার মধ্যে ইঞ্জিনিয়ারিং, সফ্টওয়্যার এবং সার্ভিস ডিপার্টমেন্ট  অন্যতম। টেসলার এই ৩ ক্ষেত্র থেকেই কর্মীদের চাকরি যেতে শুরু করছে বলে জানা যাচ্ছে। খরচ কমাতেই কোম্পানির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অর্থাৎ নয়া অর্থবর্ষে 'কস্ট কাটিংয়ের' দৌলতেই মস্কের সংস্থা থেকে একাধিক কর্মীকে ছাঁটাই করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, চলতি সপ্তাহেই টেসলার বহু কর্মীর কাছে মেল আসে। সেই ইমেল মারফৎ জানানো হয়, এবার কোন কোন ক্ষেত্র থেকে কর্মীদের চাকরি যাচ্ছে।

আরও পড়ুন: Tesla: ভারতে আসছে টেসলা! গাড়ির প্রাথমিক দাম ২০ লক্ষ

প্রসঙ্গত মাইকরো ব্লগিং সাইট এক্স (ট্য়ুইটার ছিল আগে) থেকে ছাঁটাই শুরু করেন এলন মাস্ক প্রথমে। এক্স থেকে একাধিক কর্মীর ছাঁটাই নিয়ে এক সময় সরগরম হয়ে ওঠে। এক্স থেকে বহু কর্মীর চাকরি যাওয়া নিয়ে যখন খবর হতে শুরু করে, সেই সময় মাস্ক ফের ছাঁটাই শুরু করলেন টেসলা থেকে।