Tesla Logo Photo Credit: Wikimedia Common

দিল্লি, ১৩ জুলাই:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন ধনকুবের এলন মাস্কের বৈঠকের পর এবার ভারতে কারখানা স্থাপনের জন্য আলোচনা শুরু করল টেসলা। ভারতে কারখানা স্থাপনের জন্য যাতে আরও সাশ্রয়ী মূল্য ভারত সরকার প্রস্তাব করে, সে বিষয়ে মাস্কের সংস্থার তরফে জোরদার আলোচনা শুরু করা হয়েছে। ভারতে কারখানা তৈরি করলে, বছরে ৫ লক্ষ পর্যন্ত ইভি উত্পাদন করার পরিকল্পনা করেছে টেসলা। যার দাম ২০ লক্ষ থেকে শুরু হবে বলে খবর।

টেসলা ভারতে কারখানা তৈরি করলে, তা ইভির বাজারকে আরও উন্নত করতে পারবে বলে মনে করছে বিভিন্ন মহল। চিনে যেভাবে টেসলা গাড়ি তৈরি করে, ঠিক সেইভাবে আমদানি করে ভারতেও এর কারখানা মাস্কের সংস্থা চালাতে পারে বলে পার্থমিক রিপোর্টে মিলছে খবর। পাশাপাশি আমদানির মাধ্যমে কীভাবে স্থানীয়ভাব গাড়ি তৈরি করা যায়, সে বিষয়েও জোর দেওয়া হচ্ছে টেসলার তরফে।