
ইরান (Iran) এবং ইজরায়েলের (Israel) যুদ্ধ পশ্চিম এশিয়ার (West Asia) পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে। যার জেরে তেহরান থেকে মানুষ যাতে সরে যান, সেই আবেদন যেমন ইরান সরকারের তরফে করা হয়েছে, তেমনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও নিজেদের নাগরিকদের সরাতে ব্যস্ত। এসবের মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরান (Tehran) ছাড়ুন মানুষ। মার্কিন নাগরিকদের পাশাপাশি সমস্ত দেশের মানুষকেই ইরানের রাজধানী ছাড়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প (Donald Trump)। মার্কিন প্রেসিডেন্টের (US President) ওই নির্দেশের পর তড়িঘড়ি মানুষ তেহরান ছাড়তে শুরু করেছেন। তেহরানে যাতে আর এক দণ্ডও না থাকতে হয় কাউকে, সে বিষয়ে মানুষ তটস্ত। ট্রাম্পের নির্দেশের পরই রাতের অন্ধকারে মানুষ তেহরান ছাড়তে শুরু করেন। ফলে রাতের রাস্তা গাড়ির আলোয় কার্যত লালে লাল হয়ে যায়। তেহরানের রাস্তায় সারি সারি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কাউকে যাতে আর ইরানের রাজধানীতে থাকতে না হয়, সে বিষয়ে মানুষ নিজেরাই সতর্কতা অবলম্বনের চেষ্টা করে সেখান থেকে সরে যেতে শুরু করেছেন।
তেহরানের রাস্তায় হাজার হাজার গাড়ি। ট্রাম্পের নির্দেশের পরই হুড়মুড়িয়ে ইরান ছাড়ছেন মানুষ...
#BREAKING: Trump’s Tweet Effect
Massive Millions are fleeing Tehran after Trump's evacuation order for the entire city#Tehran #IranUnderAttack #Iran #IranIsrael #IranIsraelConflict #Israel #IsraelIranConflict pic.twitter.com/FaSCugI6g6
— U R B A N S E C R E T S (@stiwari1510) June 17, 2025