Blast In Tehran (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৭ জুন: ইজরায়েল এবং ইরানের (Israel-Iran War) মধ্যে সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। ইজরায়েলের প্রথম আঘাত, তারপর ইরানের প্রত্যাঘাতের জেরে পশ্চিম এশিয়ার (West Asia)  অবস্থা টলমল করছে। ইরান থেকে যাতে ভারতীয়রা (Indians In Iran) সরে যান, তার নির্দেশ আগেই দূতাবাসের তরফে জানানো হয়েছে। কয়েক হাজার ভারতীয় তেহরান-সহ ইরানের বিভিন্ন জায়গায় রয়েছেন। ফলে তাঁদের নিরাপদে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে এবার তেহরানের যে ভারতীয় দূতাবাস রয়েছে, তাদের তরফেও জোরদার সতর্কতা জারি করা হয়েছে। ইরানের ভারতীয় দূতাবাস জানিয়েছে, নিজেদের রিসোর্স ব্যবহার করে যদি কেউ তেহরান (Tehran) ছাড়তে চান, তাহলে তাঁরা সেটাই করুন। নিজেদের রিসোর্স ব্যবহার করে তেহরান ছেড়ে ভারতীয়রা যাতে অন্যত্র সরে যান, সেই পরামর্শ জারি করা হয়েছে। তেহরানে যাতে কোনও ভারতীয় না থাকেন, সে বিষয়ে বারবার পরামর্শ জারি করা হচ্ছে। ফলে তেহরান শহর ছেড়ে প্রত্যেক ভারতীয় এখনই  নিরাপদ জায়গায় সরে যান বলে জানিয়েছে দূতাবাস।

দেখুন কীভাবে হামলা হচ্ছে তেহরান জুড়ে...

 

আরও পড়ুন: Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর

কী জানাল ইরানের ভারতীয় দূতাবাস দেখুন...

 

প্রসঙ্গত সোমবার রাতে  ইরানের যে প্রধান টেলিভিশন চ্যানেল রয়েছে, সেখানে হামলা চালায় ইজরায়েল। আইডিএফের (IDF) মিসাইল উড়ে গিয়ে পড়ে তেহরানের ওই টেলিভিশন চ্যানেলে। ফলে খবর পড়তে পড়তে সেখান থেকে পালিয়ে যেতে হয় সংবাদ পাঠিকাকে। য ভিডিয়ো (Israel-Iran War Video) প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

অন্যদিকে ইরান সরকারের তরফেও জারি করা হয়েছে নির্দেশ। তেহরান ছড়ে প্রায় ৩ লক্ষ মানুষকে অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়েছে। ইরানের রাজধানী তেহরানে যাতে কেউ না থাকেন, নিরাপদ জায়গায় সরে যান, সে বিষয়ে সে দেশের সরকারের তরফে জারি করা হয়েছে উচ্চ মাত্রার সতর্কতা।

অর্থাৎ যুদ্ধের ঝাঁঝ যে বাড়ছে, তা স্পষ্ট। সেই সঙ্গে ইজরায়েল কি ফের নতুন করে ইরানে হামলা চালাবে না আমেরিকাও জোরদার হামলা শুরু করবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে তেহরান ফাঁকা করা হচ্ছে জরুরি ভিত্তিতে।