Israeli Fighter Jet (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৭ জুন: তেহরানে (Tehran) ক্রমাগত হামলা শুরু করেছে ইজরায়েল (Israel)। ইরানের (Iran) যে পরমাণু কেন্দ্র রয়েছে, সেখানে হামলা চালানো হয়েছে। এবার তেমনই ফুটেজ প্রকাশ করল ইজরায়েল। যেখানে ইজরায়েলের এফ-১৪ যুদ্ধ জাহাজ হামলা চালায় তেহরানে। এফ-১৪ যুদ্ধ (Israeli F-14 Jets) জাহাজের আঘাতে তেহরানে জোরদার বিস্ফোরণ হয়। যাতে কেঁপে ওঠে ইরানের বহু অংশ। এবার আইডিএফের (IDF) তরফে প্রকাশ করা হয় সেই ভিডিয়ো (Israel-Iran War Video)।

আরও পড়ুন: Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো

দেখুন ইজরায়েলের যুদ্ধ বিমান কীভাবে হামলা চালায় তেহরানে...

সম্প্রতি ইরানে হামলা শুরু করে ইজরায়েল। যার জেরে ইজরায়েলে এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। সবকিছু মিলিয়ে ইজরায়েল এবং ইরানের যুদ্ধ পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে শুরু করেছে। যার প্রভাব পশ্চিম এশিয়া-সহ গোটা মধ্যপ্রাচ্যে পড়তে শুরু করেছে বলে খবর।