Israel-Iran War Situation (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৭ জুন: ক্রমশ খারাপ হচ্ছে ইজরায়েল এবং ইরানের (Israel-Iran War) পরিস্থিতি। ইজরায়েলে যখন ইরান প্রত্যাঘ্যাত শুরু করেছে, সেই সময় তেল আভিভের (Tel Aviv) তরফে সোমবার রাতে তেহরানের প্রধান টেলিভিশন চ্যানেলে মিসাইল (Missile) ছোঁড়া হয়। যে লাইভ ফুটেজ গোটা বিশ্বের সামনে প্রকাশ পায়। ইরানের মূল টেলিভিশন চ্যানেলে মিসাইল আছড়ে পড়তেই সেখান থেকে অ্যাঙ্কর বা সংবাদ পাঠিকা ছুটে পালিয়ে যান। মিসাইলের আগুনে কার্যত পুড়তে শুরু করে ইরানের প্রধান টেলিভিশন চ্যানেল। ইরানের মূল টেলিভিশন চ্যানেল আইআরআইবি যেভাবে তেহরানের প্রোপাগন্ডা ছড়াচ্ছে, তা খণ্ডন করতেই ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী।

ফলে পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করায় তেহরান থেকে জনসাধারণকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। রিপোর্টে প্রকাশ, তেহরান (Tehran) থেকে প্রায় ৩ লক্ষ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনও মূহুর্তে ইজরায়েলের তরফে তেহরানে বড়সড় আঘাত করা হতে পারে। সেই আশঙ্কা থেকেই ইরানের রাজধানী থেকে ৩ লক্ষের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার কথা জানানো হয়।

আরও পড়ুন: Israel-Iran War: ইরানে পরমাণু কেন্দ্রে ইজরায়েলের হামলায় কোনও তেজস্ক্রিয় পদার্থ লিক হয়নি, জানাল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা

ইজরায়েল এবং ইরানের মাঝে যে যুদ্ধ শুরু হয়, তার জেরে ইরানে প্রায় ২২৪ জনের মৃত্যু হয়েছে। আহত ১২০০।

দেখুন ইরান এবং ইজরায়েলের মাঝে উত্তেজনা বাড়তে শুরু করায় পরিস্থিতি কতটা জটিল হচ্ছে...

 

অন্যদিকে ইরানের পালটা হামলায়, ইজরায়েলে ২৪ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ৫৯২ জন। সবকিছু মিলিয়ে ইরান এবং ইজরায়েলের পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে। যার জেরে তেহরান থেকে ৩ লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার কথা জানানো হয় সে দেশের প্রশাসনের তরফে।

ইরান এবং ইজরায়েলের মাঝে উত্তেজনা যখন ক্রমশ বাড়ছে, সেই সময় মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী নিজেদের মত করে প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ইরান এবং ইজরায়েলের মাঝে নাক গলাতে চাইছে না মার্কিন প্রশাসন।