নয়া দিল্লি, ২৬ জানুয়ারিঃ এবারেও প্রজাতন্ত্র দিবসে রাজ্যের ট্যাবলোয় সেই 'লক্ষ্মীর ভাণ্ডার'। আজ রবিবার দেশজুড়ে পালিত হচ্ছে ৭৬'তম প্রজাতন্ত্র দিবস (Republic Day 2025)। কড়া নিরাপত্তায় মড়া হয়েছে রাজধানী শহর। সকাল সাড়ে ১০টা থেকে দিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজ শুরু হয়েছে। ২১ বার তোপধ্বনির মধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় পতাকা উত্তোলন করেন। বায়ুসেনার MI-17 কপ্টার আকাশপথে পুষ্পবৃষ্টি করে। এ বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো।
২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসের থিম হল ‘স্বর্ণিম ভারত, ঐতিহ্য ও উন্নয়ন’। এদিন কর্তব্যপথে বিভিন্ন রাজ্যের ট্যাবলো প্রদর্শিত হয়েছে। পশ্চিমবঙ্গের ট্যাবলোয় রাজ্যের স্থাপত্য, ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শিত হয়েছে। তবে কেন্দ্রবিন্দু ছিল লক্ষ্মীর ভাণ্ডার।
পশ্চিমবঙ্গের ট্যাবলোয় সেই 'লক্ষ্মীর ভাণ্ডার'...
VIDEO | Republic Day Parade 2025: Tableau of West Bengal showcases the architectural, traditional, and cultural heritage of the state at Kartavya Path.
(Source: Third party)#RepublicDayWithPTI #RepublicDay2025
STORY | West Bengal's R-day tableau highlights 'Lakshmi… pic.twitter.com/LTbkH4UQn5
— Press Trust of India (@PTI_News) January 26, 2025
দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে রাজ্যের ট্যাবলোয় ফের লক্ষ্মীর ভাণ্ডার প্রদর্শিত হওয়ায় সমালোচনায় ময়দানে নেমেছে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি তথা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এক্স হ্যান্ডেলে লেখেন, 'এ হল নতুন বোতলে পুরনো মদ। ২০২১-এও দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজ্য সরকারের ট্যাবলোয় ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ২০২৫-এও তাই। রাজ্যের আইনশৃঙ্খলা, শিল্প রসাতলে গিয়েছে এদিকে রাজ্য সরকারের কাছ থেকে পাইয়ে দেওয়ার রাজনীতি ছাড়া কিছুউ প্রত্যাশা করা যায় না'।