কলকাতা: বুধবার রাতে আগুন (Fire) লেগে যায় কলকাতার (Kolkata) নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের (Netaji Subhash Chandra Bose International Airport) ভেতরে। এই বিষয়টি কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
Fire breaks out inside Netaji Subhash Chandra Bose International (Kolkata) Airport. Further details awaited pic.twitter.com/nziA8p4gZv
— ANI (@ANI) June 14, 2023
দেখুন ভিডিয়ো:
Visuals of fire at Netaji Subhash Chandra Bose international airport in Kolkata. The fire is said to have been fully extinguished. pic.twitter.com/0aKu4WJSPE
— Press Trust of India (@PTI_News) June 14, 2023
এপ্রসঙ্গে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, আগুন লেগেছে কলকাতা বিমানবন্দর থেকে প্রস্থান করার জন্য নির্ধারিত ৩সি টার্মিনাল বিল্ডিংয়ে। আরও পড়ুন: West Bengal Raj Bhavan: রাজ্যপালের নিয়োগ করা উপাচার্যদের মাইনে বন্ধ করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া বার্তা রাজভবনের
Fire breaks out at Kolkata Airport's 3C departure terminal building: Airport official to ANI
— ANI (@ANI) June 14, 2023
পরে এপ্রসঙ্গে তাদের তরফে জানানো হয়, রাত ৯টা ১২ মিনিট নাগাদ পোর্টাল ডি চেক ইন এলাকায় সামান্য আগুন ধরে গেছিল। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় ৯.৪০ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়। সমস্ত যাত্রীকে নিরাপদে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়। তবে ধোঁয়ার কারণে চেক ইন প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল। পরে তা ফের চালু করা হয়।
There was a minor fire and smoke on the check-in area portal D at 9:12 pm and fully extinguished by 9:40 pm. All passengers are evacuated safely and the check-in process was suspended due to the presence of smoke in the check-in area. Check-in and operation have been resumed… pic.twitter.com/wG96sRlkrH
— ANI (@ANI) June 14, 2023