কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (West Bengal Governor CV Ananda Bose) রাজ্যের ১১টি সরকারি বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তী উপাচার্য (interim vice-chancellors) নিয়োগ করার পরেই এই বিষয়ে নিয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের সঙ্গে টানাপোড়েন শুরু হয়েছিল। এরপরই পশ্চিমবঙ্গ সরকারের তরফে ওই ১১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মাইনে ও ভাতা (salaries and allowances) বন্ধ করার (stop) সিদ্ধান্ত (decision) নেওয়া হয়।
তাদের এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসার পরেই রাজ্যের শিক্ষা মহল (academic circles) থেকে এর তীব্র নিন্দা করা হয়। তুমুল সমালোচনা (strong criticism) করা হয় রাজভবনের (Raj Bhavan) তরফেও। এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একটি মামলাও চলছে। এর মাঝেই বুধবার এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়ে একটি বিজ্ঞপ্তি (statement) প্রকাশ করা হয়েছে রাজভবনের তরফে।
ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, এই বিষয়টি নিয়ে অযথা তাড়াহুড়ো করছে রাজ্য সরকার। ১১টি সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলাও চলছে। তারপরেও পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত নিন্দনীয়। আরও পড়ুন: Suvendhu Adhikari Attacks WB Government: রাজ্য নির্বাচন কমিশন অফিসের ব্যারিকেড ভেঙে প্রবেশ শুভেন্দুর, ভিডিয়োতে দেখুন পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তির দৃশ্য
#WestBengal govt's decision to stop payment of salaries and allowances to the interim vice-chancellors in 11 state universities appointed by Governor #CVAnandaBose has drawn strong criticism from the Raj Bhavan as well as from the academic circles of the state.
Making its stand… pic.twitter.com/2MEQ78ZfVd
— IANS (@ians_india) June 14, 2023