বয়স তাঁর বাড়ছে। তবে বয়স বাড়লেও তিনি বলিউডের বেতাজ বাদশা (Shah Rukh Khan)। তাঁকে দেখে এখনও ৮ থেকে আশির হৃদয় মুচড়ে ওঠে। এবার সেই শাহরুখ খান দুবাইয়ের মঞ্চে আগুন ধরালেন। তাঁর আইকনিক ছবির আইকনিক গান ছাঁইয়া ছাইঁয়া-য় নচতে দেখা যায় কিং খানকে। দুবাইয়ের গ্লাবোল ভিলেজের একটি অনুষ্ঠানে শাহরুখ খানকে ছাঁইয়া ছাঁইয়ার ধুনে নাচতে দেখা যায়। যার জেরে গোটা অনুষ্ঠানের দর্শক আপ্লুত হয়ে যান। কিং খানকে যখন এক ঝলক দেখার জন্য মানুষ উদ্বেল হয়ে ওঠেন, সেখান উপরি পাওনা তাঁর নাচ। যা প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। তবে ছাইঁয়া ছাঁইয়ার পাশাপাশি তাঁর জনপ্রিয় বেশ কয়েকটি ছবির গানে নাচতে দেখা যায় শাহরুখকে।
দেখুন শাহরুখ খানের নাচের ঝলক...
View this post on Instagram
দেখুন ছাঁইয়া ছাঁইয়ার ঝলক...
View this post on Instagram