Kangana Ranaut (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৩ ফেব্রুয়ারি: হিমাচলে সম্পূর্ণ নিরামিষ ক্যাফে খুলেছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। প্রেম দিবসে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-তে (Valentines Day) কঙ্গনার ক্যাফে খোলা হবে জনসাধারণের জন্য। যেখানে বহু ধরনের হিমাচলি খাবার মিলবে। তবে কোনও আমিষ থাকবে না সেখানে। কঙ্গনার 'মাউন্টেন স্টোরি' নামের ওই ক্যাফেতে সমস্ত ধরনের নিরামিষ খাবার মিলবে। বিজেপি সাংসদের (BJP MP) এই উদ্যোগকে স্বাগত জানায় কংগ্রেস (Congress)। কেরল (Kerala)  কংগ্রেস ইউনিট কঙ্গনাকে তাঁর নয়া ক্যাফের জন্য অভিনন্দন জানায়। এমনকী ওই ক্যাফেতে সমস্ত ধরনের নিরামিষ হিমাচলি খাবার মিলবে বলেও তাদের তরফে আশা প্রকাশ করা হয়।

দেখুন কঙ্গনার ক্যাফের ঝলক...

 

তবে কঙ্গনার ক্যাফে নিয়ে উৎসাহী কেরলের কংগ্রেস ইউনিট যেভাবে বিজেপির অভিনেত্রী সাংসদকে শুভেচ্ছা জানিয়েছে, তা দেখে অনেকেই সন্দেহ প্রকাশ করেন। কেরল কংগ্রেস ইউনিটের এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছে বলে মন্তব্য করেন অনেকে। কেউ আবার মজা করে বলেন, কোনও পড়ুয়ার কাজ এটি। কেউ কেউ আবার কেরল কংগ্রেসের যে ব্যক্তিকে ওই এক্স হ্যান্ডেল চালানোর জন্য নিযুক্ত করা হয়েছে,তাঁকে বাতিল করা হোক বলে  দাবি করেন। না হলে ওই অপ্রাপ্তমনষ্ক ব্যক্তি কেরল কংগ্রেসের অনেক ক্ষতি করে দিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন এক ব্যক্তি।

দেখুন কঙ্গনার নয়া ক্যাফের জন্য কী লিখল কেরলের কংগ্রেস ইউনিট...