নয়াদিল্লিঃ প্রজাতন্ত্র দিবসে (Republic Day 2025)আমেদাবাদ(Ahmedabad ) মাতালেন বিখ্যাত সঙ্গীতশিল্পী ক্রিস মার্টিন(Chris Martin)। প্রিয় সঙ্গীতশিল্পীর গানে মোহিত ভক্তরা। প্রজাতন্ত্র দিবসের দিন মার্টিনের কণ্ঠে শোনা গেল 'বন্দে মাতরম' ও 'মা তুঝে সলম।' মার্টিনের গলায় 'বন্দে মাতরম' শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন সঙ্গীতপ্রেমীরা। মার্টিনের পিয়ানোতে 'বন্দে মাতরম' সুর উঠতেই দেশিবাসীর বুকে জ্বলে ওঠে দেশপ্রেম। মার্টিনের সুরে গলা মেলান ভক্তরাও।
‘বন্দেমাতরম’ গেয়ে ভারতবাসীর হৃদয় জয় করলেন ক্রিস মার্টিন
এদিন গান শেষ করে মার্টিন বলেন, "মাতৃভূমি ভারতকে কুর্নিশ।" সেই সঙ্গে দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান ব্রিটিশ রকস্টার। এদিন আমেদাবাদের কনসার্টে হাজির হন ভারতীয় ক্রিকেটার জসপ্রীত বুমরাহ। মার্টিনের গানে গলা মেলান ভারতীয় তারকা। বুমরাহকে একটি গান ডেডিকেট করেন মার্টিন। এদিন বুমরাহকে উদ্দেশ্য করে তিনি বলেন, "জসপ্রীত বুমরাহ, আমার কাছের ভাই ৷ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বোলার তুমি ৷ তবে তোমার বোলিংয় দিয়ে যেভাবে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করো তা মোটেও ভালো লাগে না ৷"
প্রজাতন্ত্র দিবসে আমাদেবাদ মাতাল কোল্ডপ্লে
Coldplay Ahmedabad Concert: Chris Martin Sings Vande Mataram For Fans Celebrating Republic Day 2025#ColdplayAhmedabadConcert #ShahRukhKhan #ColdplayAhmedabadConcert #ChrisMartin #ColdplayConcert #RepublicDay2025 #ChrisMartin #VandeMataram #NarendraModiStadium pic.twitter.com/7eHC7GgSZm
— LatestLY (@latestly) January 27, 2025