কোল্ডপ্লের কনসার্ট মিস দম্পতির (ছবিঃX)

নয়াদিল্লিঃ প্রায় ৮ বছর পর ভারতে এলেন কোল্ডপ্লে(Coldplay Concert)। ১৮ জানুয়ারি মুম্বই(Mumbai) মাতাল জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লে। কোল্ডপ্লের ভারতে আসার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই প্রহর গুনছিল দেশবাসী।  শুরু থেকেই এই কনসার্টকে ঘিরে সঙ্গীত প্রেমীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। টিকিট বিক্রির কিছুক্ষণের মধ্যেই ক্র্যাশ করে বুক মাই শো'র ওয়েবসাইট। অনেক কাঠখড় পুড়িয়ে টিকিট জোগার করেছেন কেউ কেউ। আর এবার টিকিট কেটেও কনসার্ট দেখতে না যাওয়ার বেদনা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন এক মহিলা। পরিচারিকা ভুলবশত টিকিট আবর্জনার স্তূপে ফেলে দেওয়ায় আর শোনা হল না কোল্ড প্লের গান। এই দুঃখ যেন কিছুতেই মানতে পারছেন না তিনি।

সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন ভক্ত

জানা গিয়েছে, ওই মহিলার নাম প্রাচী সিং। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, কোল্ড প্লের বড় ভক্ত তিনি। প্রিয় গায়ক মুম্বই আসছেন শুনেই শোয়ের টিকিট কেটে ফেলেন তিনি। এমনকী কনসার্ট দেখতে যাওয়ার জন্য তৈরিও হয়েছিলেন তিনি এবং তাঁর স্বামী। বাড়ির নীচে গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন চালক। কিন্তু শেষ মুহূর্তে কিছুতেই খুঁজে পেলেন না টিকিট। পরে জানতে পারেন টেবলের উপর থেকে টিকিটের খামটি নিয়ে আবর্জনার বাক্সে ফেলে দিয়েছেন পরিচারিকা। এরপরই আবর্জনার স্তূপের কাছে ছোটে ওই দম্পতি। সেই মুহূর্তের একটি ভিডিয়োও শেয়ার করেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত খুঁজে পাওয়া যায়নি টিকিট। ফলে অধরাই থেকে গিয়েছে কোল্ড প্লে দর্শন। আর সেই দুঃখ যেন কিছুতেই ভুলতে পারছে না ওই দম্পতি।

 কোল্ড প্লের কনসার্ট মিস দম্পতির