কলকাতা: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (State Panchayat Elections) নিয়ে তুমুল গণ্ডগোল শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় পুলিশের মদতে তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে বিরোধীদের মনোনয়নপত্র (nomination) জমা দিতে না দেওয়ার অভিযোগ উঠছে। এর মাঝেই বুধবার রাজ্য কমিশন অফিসে গিয়ে তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ( West Bengal LoP & BJP leader Suvendhu Adhikari) ও বিজেপি নেতা-কর্মীরা (BJP's leader & worker)।
দেখুন ভিডিয়ো:
#WATCH | West Bengal LoP & BJP leader Suvendhu Adhikari breaks open the barricades at State Election Commission Office in Kolkata. pic.twitter.com/jjHu3qr2zX
— ANI (@ANI) June 14, 2023
পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদ (Argument) হওয়ার পাশাপাশি নির্বাচন কমিশন অফিসের সামনে থাকা ব্যারিকেড খুলে ভেতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা। যা নিয়ে কলকাতা পুলিশের (Kolkata Police) কর্মীদের সঙ্গে তাঁদের ধস্তাধস্তিও হয়।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Argument breaks out between West Bengal LoP & BJP leader Suvendhu Adhikari and Kolkata Police over nomination of candidates for the State Panchayat Elections. pic.twitter.com/7LXqGPgBRL
— ANI (@ANI) June 14, 2023
পরে এপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, "এটা গণতন্ত্রকে (democracy) হত্যার (kill) একটা চেষ্টা (attempt)। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ (protest) করব। পশ্চিমবঙ্গে মমতা ব্যানাজির জঙ্গল রাজের (Mamata Banerjee's jungle raj) অবসান ঘটাব আমরা। গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি (fighting) এবং রাজ্যের মানুষ তাতে জয়লাভ করবে। ওরা বলছে পশ্চিমবঙ্গে কোনও স্পর্শকাতর বুথ (sensitive booth) নেই এবং এখানে কেন্দ্রীয় বাহিনীর (Central forces) কোনও প্রয়োজন নেই।" আরও পড়ুন: West Bengal Day 2023 : মাছের ঝোল থেকে মাখা সন্দেশ, দেখুন বাঙালির প্রিয় কোনগুলি
দেখুন ভিডিয়ো:
#WATCH | This is an attempt to kill democracy, we will protest against this. We will end Mamata Banerjee's jungle raj in West Bengal. We are fighting for democracy, and the people of the state will win. They say there is no sensitive booth in West Bengal and there is no need for… pic.twitter.com/HXJuWvUPeL
— ANI (@ANI) June 14, 2023