Pakistani Driver (Photo Credit: Twitter)

'আপনি যদি পাকিস্তানে (Pakistan) থাকতেন, আর আমি যদি সেখান থাকতাম, তাহলে অপহরণ করতাম।' কানাডায় প্রকাশ্যে এক গাড়ি চালকের এমন মন্তব্যের জেরে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। গত ১৪  মে এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে কানাডার (Canada) টরন্টোর রাস্তায় এক গাড়ি চালক তাঁর মহিলা যাত্রীকে বলেন, তিনি যদি পাকিস্তানে থাকতেন, তাহলে তাঁকে অপহরণ করতেন। কিন্তু তাঁরা কানাডায় রয়েছেন। তাই এই কাজ তিনি করতে পারবেন না বলে মহিলা যাত্রীকে জানান।

তিনি কেন এমন কথা বলছেন, তা জানতে চাইলে সংশ্লিষ্ট গাড়ি চালক পালটা বলেন, অপহরণ ছাড়া ওই মহিলাকে স্পর্শ করা বা তাঁকে পাওয়ার কোনও রাস্তা নেই। তাই টরন্টোর জায়গায় পাকিস্তান হলে, তিনি ওই মহিলাকে অপহরণ করতেন বলে জানান।

দেখুন সেই ভিডিয়ো...

 

পাকিস্তানি গাড়ি চালকের এমন মন্তব্যের জেরে জোর তরজা শুরু হয়। মহিলা যাত্রীর সঙ্গে কথা বলার সময় ও গাড়ি চালক যে মন্তব্য করেন,তা মজার নয়, রীতিমত ভয় ধরায় বলে মন্তব্য করেন অনেকে।