![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2020/04/SUNDAR-PICHAI.jpg?width=380&height=214)
দিল্লি, ২০ ডিসেম্বর: ফের চাকরি (Job Cut) যাচ্ছে গুগল (Google) থেকে। এবার গুগলের ১০% কর্মীর চাকরি যাচ্ছে। এমনই জানান কোম্পানির সিইও সুন্দর পিচাই (Sundar Pichai)। তবে এবার সাধারণ কর্মীদের নয়, গুগল (Google Layoffs)থেকে চাকরি যাচ্ছে ম্যানেজার পোস্টের কর্মীদের। ম্যানেজার, ভাইস ম্যানেজার, ডিরেক্টর-এর মত যে পদগুলি রয়েছে, সেখান থেকে চাকরি যাচ্ছে বলে খবর। AI অর্থাৎ আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের সঙ্গে পাল্লা দিতেই গুগল থেকে ১০ শতাংশ উঁচু পদের কর্মীদের চাকরি যাচ্ছে বলে দানা যাচ্ছে।
গত কয়েক বছরে গুগল অনেক কিছুর পরিবর্তন করেছে। পরিকাঠামো থেকে কোম্পানি বহু পলিসির পরিবর্তন এনেছে। সেই কারণেই এবার আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের সঙ্গে পাল্লা দিতে গুগল থেকে ম্যানেজার, ডিরেক্টর পদের ১০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হবে বলে জানানো হয় সুন্দর পিচাইয়ের তরফে।
প্রসঙ্গত ২০২২ সালে গুগল থেকে ২০% কর্মীর চাকরি যায়। এরপর চলতি বছরের জানুয়ারিতে আরও ১২ হাজার কর্মীর চাকরি যায় গুগল থেকে। কয়েক মাস পর এবার ফের গুগল থেকে ১০% কর্মীর চাকরি যাচ্ছে বলে জানানো হয় কোম্পানির সিইওর তরফে।