ফের হাসপাতালে ভর্তি মনমোহন সিং (Manmohan Singh)। এইমসের জরুরি বিভাগে ভর্তি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লর এইমসের জরুরি বিভাগে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ভর্তি করা হয় বলে খবর। বৃহস্পতিবার সন্ধ্যায় এমনই খবর মিলছে সূত্রের তরফে। তবে কী হয়েছে মনমোহন সিংয়ের, সে বিষয়ে এখনও কোনও খবর মেলেনি।
দিল্লির এইমসে ভর্তি মনমোহন সিং...
STORY | Former PM Manmohan Singh admitted to Delhi AIIMS
READ: https://t.co/gs3WKuwvoG pic.twitter.com/XlIFHJKFT2
— Press Trust of India (@PTI_News) December 26, 2024