দিল্লি, ২৬ ডিসেম্বর: সিরিয়ার (Syria) প্রেসিডেন্ট বাশার আল-আসাদের (Bashar Al-Assad) স্ত্রী আসমা আল-আসাদ অসুস্থ। তিনি লিউকেমিয়ায় আক্রান্ত। গুরুতর অসুস্থ আসমা আল-আসাদ। বাশারের স্ত্রীর জীবিত থাকার চান্স মাত্র ৫০ শতাংশ। এমন খবর জানা যাচ্ছে সূত্রের তরফে। আসমা আল আসাদ ক্যানসারে (Cancer) আক্রান্ত। ফলে তাঁর শারীরিক অবস্থা খ্রমশ খারাপ হচ্ছে বলে জানা যাচ্ছে সূত্রের খবরে। ব্রিটিশ বংশোদ্ভুদ আসমা আল-আসাদের যে কোনও মুহূর্তে সংক্রমণ হতে পারে। সিরিয়ার প্রাক্তন ফার্স্ট লেডির শরীরে সংক্রমণ হলে, তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে চিকিৎসকদের তরফে।
আরও পড়ুন: Syria: সিরিয়ায় নিহত নিরাপত্তাবাহিনীর ১৪ জন সদস্য
প্রসঙ্গত ২০১৯ সালে স্তন ক্যানসার থেকে মুক্তি পান আসমা আল-আসাদ। স্তন ক্যানসার থেকে মুক্তি পাওয়ার পর আসমার চিকিৎসা মস্কোয় চলছিল। মস্কোয় চিকিৎসা চলাকালীন এবার সিরিয়া দখল করে তাহির আল-শাম নামে একটি বিদ্রোহী গোষ্ঠী। ফলে তাহির আল-শাম নামে বিদ্রোহীরা সিরিয়া দখলের পর স্বপরিবারে রাশিয়ায় পাড়ি দেন বাশার আল-আসাদ।