সমাজমাধ্যম জুড়ে এখন একটাই নাম, জারা দার (Zara Dar)। প্রাক্তন আইনজীবী তথা ইউটিউবারের একটি সিদ্ধান্ত তাঁকে প্রচারের আলোয় এনে দাঁড় করিয়েছে। জারার সেই সিদ্ধান্ত ঘিরেই এখন চর্চা সর্বত্র।
বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে ইউটিউবে ভিডিয়ো বানাতেন জারা। সেই সঙ্গে নিজের উচ্চশিক্ষা চালিয়ে যাচ্ছিলেন। পিএইচডি (PhD) করছিলেন জারা। সদ্য জানান, পিএইচডি ছেড়ে দিচ্ছেন তিনি। প্রাপ্ত বয়স্কদের জন্যে ভিডিয়ো (Adult Content) বানানোকে নিজের পেশা হিসাবে বেছে নিতে চলেছেন। জারার সিদ্ধান্ত ঘিরে নেটপাড়ায় হইচই।
ইউটিউবে বিজ্ঞান, প্রযুক্তি, মেশিন লার্নিং ইত্যাদি নানা প্রয়োজনীয় বিষয় নিয়ে ভিডিয়ো করতেন জারা (Zara Dar)। লেখাপড়াই ছিল তাঁর ভিডিয়োর বিষয়বস্তু। নিজেও পিএইচডি করছিলেন। ভবিষ্যতে অধ্যাপিকা হওয়ার পরিকল্পনা নিয়েই এগোচ্ছিলেন। কিন্তু মাঝে আচমকাই সিদ্ধান্তের ব্যাপক বদল। প্রাপ্তবয়স্কদের জন্যে ভিডিয়ো বানানো শুরু করেন। এবার সেটাই পাকাপাকি ভাবে নিজের পেশা বানাতে চলেছেন জারা। অধ্যাপিকা থেকে সোজা 'পর্ন' তারকা। জারার খোলামেলা ভিডিয়ো দেখার জন্যে মুখিয়ে রয়েছেন তাঁর ভক্তকুল।
ওনলিফ্যানসে খোলামেলা ভিডিয়ো বানানোর সিদ্ধান্ত
খোলামেলা ভিডিয়ো বানিয়ে কোটি কোটি টাকা আয় করতে চান জারা (Zara Dar)। পিএইচডি ছেড়ে বড়দের জন্যে ভিডিয়ো বানানোর সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান, 'এই সিদ্ধান্ত মোটেই খুব সহজ ছিল না। তবে খুব কঠিনও নয়। ওনলিফ্যানসে (Onlyfans) খোলামেলা ভিডিয়ো বানানো আমার কাছে কেবলই একটা কেরিয়ার বদল নয়। এই সিদ্ধান্ত আমার গোটা জীবনের দিক নির্দেশ করবে। তাই এটা আমার কাছে কিছুটা জুয়া খেলার মত'।
জারা মনে করিয়েছেন, ওনলিফ্যানসে (Onlyfans) খোলামেলা ভিডিয়ো বানিয়ে যে পরিমাণ অর্থ তিনি অর্জন করতে পারবেন তা হয়তো অন্য কোন পেশার দ্বারা সম্ভব নয়। ভিডিয়ো বানিয়ে কোটি কোটি টাকা উপার্জন করে নিজেকে এবং নিজের পরিবারকে বিলাসবহুল জীবন উপহার দিতে চান তিনি।