Steve Smith (Photo Credit: @Sportsnapper71/ X)

Australia National Cricket Team vs India National Cricket Team 4th Test: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল আজ চতুর্থ টেস্টে একে অপরের মুখোমুখি হয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফি বর্তমানে ১-১ সমতায় রয়েছে। আজ বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে স্টিভ স্মিথের সেঞ্চুরির সঙ্গে প্রথমে প্যাট কামিন্সের জুটিতে স্কোর ২৯৯/৬ থেকে ৪১১/৭ এ নিয়ে যান। ৪৯ রান করে অজি অধিনায়ক জাদেজার বলে ফিরে গেলেও তখন অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস তুঙ্গে। এরপর মিচেল স্টার্কের সঙ্গেও স্মিথ ফের জুটি গড়ে স্কোর ৪৫০ করে ভারতের বোলারদের ধুলোয় মিশিয়ে দেন। এই সেশনে স্মিথের ১৯৪ বলে ১৩৯ রানের ইনিংসে প্রথম সেশন শেষ করে অস্ট্রেলিয়া। এমসিজিতে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই স্মিথ তার ৩৪তম টেস্ট সেঞ্চুরি করেছেন। প্রথম সেশনে ভারতের স্কোর-৪৫৪/৭। দ্বিতীয় সেশনে ১৫০ রানের আশায় খেলা চালিয়ে যাবেন এই অজি তারকা। Steve Smith Century: ভারতের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির নয়া রেকর্ড স্টিভ স্মিথের

ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের লাইভ স্কোরকার্ড

গতকাল মার্নাস লাবুশেন হাফ সেঞ্চুরি (৭২) করলেও পরপর জসপ্রীত বুমরাহের বলে ট্রাভিস হেডের সঙ্গে আউট হলে ভারত এই ম্যাচে প্রথম একটু আশা খুঁজে পায়। বুমরাহর বলে শূন্য রানে হেড আউট হলে ভারতের আত্মবিশ্বাস বাড়ে। এরপরে বুমরাহ মিচেল মার্শের উইকেট নিয়ে ফের আঘাত করেন। এর আগে বক্সিং ডে টেস্টের শুরুতেই স্যাম কনস্টাস প্রথম সেশনে কিছু দুঃসাহসী হিট দিয়ে চমক আনেন। তাঁর ব্যাটিংয়ে হিমশিম খায় ভারতীয় বোলররা। তরুণ কনস্টাসের ব্যাটিং থেকে আত্মবিশ্বাস নিয়ে দুর্দান্ত ওপেনিংয়ে হাফ সেঞ্চুরি করেন খোয়াজা। এরপর ১২১ বলে ৫৭ রান করে ভারতের পেস তারকা বুমরাহর বলে আউট হন তিনি। কনস্টাস প্রথম টেস্টের প্রথম দিনেই ভারতকে চাপে রাখেন। মাত্র ৫২ বলে স্কুপ করে হাফসেঞ্চুরি করেন তিনি৷ এরপর রবীন্দ্র জাদেজা ৬৫ বলে ৬০ রানে কনস্টাসকে আউট করে ভারতের দুঃখের অবসান ঘটান। বক্সিং ডে টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।